সৌদি লিগ ফুটবল
বর্ণিল ফুটবল ক্যারিয়ারে ৯৫০তম গোলের দেখা পেলেন ক্রিশ্চিয়ানো রোনালদো
ছবি: ক্রিশ্চিয়ানো রোনালদো
বর্ণিল ফুটবল ক্যারিয়ারে ৯৫০তম গোলের দেখা পেয়েছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। সৌদি প্রো লিগের ম্যাচে এই মাইলফলক স্পর্শ করেন ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলের রেকর্ড গোলদাতা। আল নাসরও ২-০ গোলে আল হাজেমকে হারিয়ে টানা ষষ্ঠ জয়ে লিগ শীর্ষস্থান শক্ত করেছে।
৪০ বছরের পর্তুগিজ ফুটবল মহাতারকা সম্প্রতি বলেছিলেন, ক্যারিয়ারে এক হাজার গোল না করে অবসরের কথা ভাববেন না। কার্যত সেটাই করে চলেছেন রোনালদো।
শনিবার (২৫ অক্টোবর) সৌদি প্রো লিগে আল হাজমের মাঠে ক্যারিয়ারে ৯৫০তম গোলের হাতছানিতে খেলতে নেমেছিলেন আল নাসর তারকা। লিগে প্রথম পাঁচ ম্যাচের সবকটিতে জয় পাওয়া রিয়াদভিত্তিক ক্লাবটি ম্যাচের শুরুতে বল দখল ও আক্রমণে আধিপত্য নিয়ে ২৫ মিনিটে এগিয়ে যায়। সতীর্থ আইমান ইয়াইয়ার ক্রসে হেড দিয়ে গোলটি করেন পর্তুগিজ অ্যাটাকিং মিডফিল্ডার জোয়াও ফেলিক্স। চলতি লিগে ফেলিক্সের গোল হলো সর্বোচ্চ ৯টি। প্রথমার্ধে এই গোলে এগিয়ে থাকা আল নাসর নির্ধারিত সময়ের দুই মিনিট আগে ব্যবধান বাড়ায়। ৯৫০তম গোলের মাইলফলকে পা রাখেন রোনালদো। ডি-বক্সে ফাঁকায় তরুণ ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ওয়েসলির পাস পেয়ে লক্ষ্যভেদ আল নাসর অধিনায়কের।
এবারের লিগে রোনালদোর গোল হলো তৃতীয় সর্বোচ্চ ৬টি। ছয় ম্যাচে পূর্ণ ১৮ পয়েন্ট নিয়ে আল তাউনকে তিন পয়েন্ট দূরে রেখে শীর্ষে গত মৌসুমে তৃতীয় স্থান পাওয়া আল নাসর।
বিভি/এআই




মন্তব্য করুন: