• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

ঐতিহাসিক রেলওয়ে ভবনের সামনে টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন 

প্রকাশিত: ১৩:০৮, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ঐতিহাসিক রেলওয়ে ভবনের সামনে টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন 

ছবি: বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন

ব্যতিক্রমী আয়োজনে আসন্ন বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-২০ সিরিজের ট্রফি উন্মোচন হয়েছে চট্টগ্রামে।

রবিবার (২৬ অক্টোবর) দুপুরে মহানগরীর সিআরবিতে শতাব্দী প্রাচীন ব্রিটিশ আমলের ঐতিহাসিক স্থাপনা কেন্দ্রীয় রেলওয়ে ভবনের সামনে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টি-টোয়েন্টি সিরিজের আনুষ্ঠানিক ট্রফি উন্মোচন হয়। 

এসময় উভয় দলের অধিনায়ক ও বিসিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ট্রফি উন্মোচনের এই অনুষ্ঠানটি বাংলাদেশ পর্যটন বোর্ডের সহযোগিতায় বিসিবির চলমান ক্রিকেট পর্যটন উদ্যোগের একটি অংশ, যার লক্ষ্য ক্রিকেটের মাধ্যমে দেশের সাংস্কৃতিক ঐতিহ্য প্রচার করা। 

আগামী ২৭ অক্টোবর থেকে চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর আগামী রহমান স্টেডিয়ামে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। সিরিজের শেষ দুই ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ২৯ ও ৩১ অক্টোবর।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2