• NEWS PORTAL

  • রবিবার, ২৬ অক্টোবর ২০২৫

এশিয়ান যুব গেমসে পদকজয়ী কাবাডি দলকে পুরস্কার দিলেন আইজিপি

প্রকাশিত: ২০:৪৭, ২৬ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
এশিয়ান যুব গেমসে পদকজয়ী কাবাডি দলকে পুরস্কার দিলেন আইজিপি

বাহরাইনে অনুষ্ঠিত তৃতীয় এশিয়ান যুব গেমসে প্রথমবারের মতো অংশ নিয়ে বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা উভয় দলই ব্রোঞ্জ পদক জয় করে দেশের জন্য নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে। দলগুলোর এই অভূতপূর্ব সাফল্যের জন্য কাবাডি ফেডারেশনের সভাপতি ও আইজিপি বাহারুল আলম বালক ও বালিকা দলের জন্য ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করেন।

ঐতিহাসিক সাফল্য অর্জনকারী বাংলাদেশ অনূর্ধ্ব-১৮ বালক ও বালিকা কাবাডি দল আজ ফেডারেশনের সভাপতি বাহারুল আলম এর সাথে সাক্ষাৎ করেছে। এ সময় বাংলাদেশ দলের কোচিং স্টাফ ও কাবাডি ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

কাবাডি দলের এই সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে ফেডারেশনের সভাপতি বাহারুল আলম বলেন, ‘এই তরুণ খেলোয়াড়রা দেশের জন্য যে গৌরব এনেছে, তা অনুপ্রেরণাদায়ক। তাদের এই ঐতিহাসিক অর্জনে আমরা গর্বিত। ভবিষ্যতে তাদের আরও ভালো খেলার জন্য আমরা সব ধরনের সহায়তা অব্যাহত রাখব।’ এ সময় তিনি খেলোয়াড়দের উৎসাহিত করতে এই পুরস্কার ঘোষণা করেন।

বাংলাদেশ কাবাডি দল ও কোচিং স্টাফরা আইজিপিকে ধন্যবাদ জানিয়ে ভবিষ্যতে দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনার অঙ্গীকার করেন।

এশিয়ান যুব গেমসের আগের দুই আসরে অংশ নিয়েও কোনো পদক জিততে না পারার যে আক্ষেপ ছিল, তা এবার ঘুচিয়ে দিয়েছে তরুণ কাবাডি দল। প্রথমে বাংলাদেশ বালিকা কাবাডি দল শ্রীলঙ্কাকে হারিয়ে এই গেমসের ইতিহাসে বাংলাদেশের প্রথম পদক নিশ্চিত করে। মেয়েদের কাবাডিতে বাংলাদেশ, ভারত, ইরান, শ্রীলংকা ও থাইল্যান্ড প্রতিদ্বন্দ্বীতা করেছিল।

মেয়েদের ঐতিহাসিক সাফল্যের পরপরই বাংলাদেশের ছেলেরাও একই ধারার পুনরাবৃত্তি করে ব্রোঞ্জ পদক জয় করে। কাবাডিতে অংশগ্রহণকারী সাতটি দলের মধ্যে বাংলাদেশ তৃতীয় স্থান অর্জন করে।

টুর্নামেন্টে বাংলাদেশ বালক দল শক্তিশালী ভারতের কাছে প্রথম ম্যাচে পরাজিত হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে দ্বিতীয় ম্যাচে ইরানকে হারায়। এরপর শ্রীলঙ্কাকে পরাজিত করে টানা দ্বিতীয় জয় তুলে নেয়। যদিও থাইল্যান্ডের কাছে অল্প ব্যবধানে হেরে ফাইনালের দৌড় থেকে কিছুটা পিছিয়ে পড়েছিল তারা। শেষ দুই ম্যাচে পাকিস্তান ও স্বাগতিক বাহরাইনকে হারালেও ফাইনালে পৌঁছানো সম্ভব হয়নি, তবে পদক জয় নিশ্চিত করে দেশের মুখ উজ্জ্বল করেছে।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2