লা লিগা ফুটবল
এল ক্ল্যাসিকোয় টানা ৪ হারের পর অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ
ছবি:কিলিয়ান এমবাপ্পে
এল ক্ল্যাসিকোয় টানা চার হারের পর অবশেষে জয় পেলো রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে রবিবার (২৬ অক্টোবর) উত্তেজনায় ঠাসা এল ক্ল্যাসিকোয় বার্সেলোনার বিপক্ষে জয় তাদের ২-১ ব্যবধানে। এই জয়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের পাঁচ পয়েন্ট পেছনে ফেলে লিগ শীর্ষস্থান শক্ত করলো মাদ্রিদ জায়ান্টরা।
চোট-অসুস্থতা মিলিয়ে রাফিনিয়া, রবের্ত লেভান্দোভস্কিসহ বেশ কয়েকজন খেলোয়াড়কে রিয়ালের বিপক্ষে পায়নি বার্সা। নিষেধাজ্ঞার কারণে ডাগআউটে থাকতে পারেননি কোচ হান্সি ফ্লিকও। দ্বাদশ মিনিটে বার্সার জালে বল পাঠিয়ে উল্লাসে মাতেন কিলিয়ান এমবাপ্পে। তবে অফসাইডের সংকেতে গোল বাতিল করেন রেফারি। ২২ মিনিটে এমবাপ্পের গোলেই এগিয়ে যায় স্বাগতিকরা। চলতি আসরে ফরাসি ফরোয়ার্ডের গোল হলো সর্বোচ্চ ১১টি। ৩৪ মিনিটে লক্ষ্যে প্রথম শট রাখা বার্সা ৩৮ মিনিটে ফের্মিন লোপেসের গোলে সমতায় ফেরে। চার মিনিট পরেই বেলিংহামের গোলে লিড পুনরুদ্ধার করে জাভি আলোন্সোর দল। একটু পর এমবাপ্পে জালে বল পাঠালেও অফসাইডের কারণে গোল মেলেনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে পেনাল্টি থেকে গোল করতে ব্যর্থ হন ফরাসি তারকা। ৯ মিনিট যোগ করা সময়ের পঞ্চম মিনিটে রদ্রিগোর শট আর অষ্টম মিনিটে তার ফ্রি-কিক রুখে দিয়ে ব্যবধান বাড়তে দেননি বার্সা গোলরক্ষক। শেষ মিনিটে অহেলিয়া চুয়ামেনিকে ফাউল করে দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন বার্সার পেদ্রি। ১০ ম্যাচে রিয়ালের ২৭, বার্সার ২২ পয়েন্ট।
বিভি/এআই




মন্তব্য করুন: