• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হলো ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের

প্রকাশিত: ১৪:৫৪, ৩১ অক্টোবর ২০২৫

আপডেট: ১৪:৫৫, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হলো ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের

ছবি: ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়র

পর্তুগাল অনূর্ধ্ব-১৬ দলের হয়ে অভিষেক হয়েছে ক্রিশ্চিয়ানো রোনালদো জুনিয়রের। এর আগে দেশটির অনূর্ধ্ব-১৫ দলের হয়ে খেলেন রোনালদোপুত্র। তবে পুরো ম্যাচ খেলতে পারেননি রোনালদো জুনিয়র। 

তুরস্কের বিপক্ষে ফেডারেশনস কাপে বদলি হিসেবে মাত্র কয়েক মিনিটের জন্য মাঠে নামার সুযোগ পান ১৫ বছর বয়সী এই কিশোর উইঙ্গার। ম্যাচে গোল করেন স্পোর্টিং লিসবনের স্যামুয়েল তাভারেস ও এসসি ব্রাগার রাফায়েল কাব্রাল। অনূর্ধ্ব-১৬ ফেডারেশনস কাপে তুরস্ককে ২-০ গোলে পরাজিত করে তারা।

‘ক্রিশ্চিয়ানিহো’ নামে পরিচিত এই তরুণ ফরোয়ার্ড আগে অনূর্ধ্ব-১৫ দলে সফল সময় কাটিয়েছেন। গত মে মাসে ক্রোয়েশিয়ায় অনুষ্ঠিত ভ্লাতকো মার্কোভিচ টুর্নামেন্টে তিনি পর্তুগালের হয়ে প্রথমবার জাতীয় জার্সি পরেছিলেন এবং ফাইনালে স্বাগতিক ক্রোয়েশিয়ার বিপক্ষে দুটি গোল করে নজর কাড়েন।

ছোট থেকেই সংবাদ ও সামাজিকমাধ্যমে তার খেলার বিভিন্ন ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ে। সেই খ্যাতিকে সঙ্গী করে বাবার পথেই ছুটে চলেছেন তিনি। ১৫ বছর বয়সী এই ফরোয়ার্ড ক্লাব ফুটবলে খেলছেন সৌদি প্রো লিগের দল আল নাসেরের একাডেমির হয়ে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2