আবারও মিডলঅর্ডারে বিপর্যয়, টেনেটুনে দেড়শ পার বাংলাদেশের
২০ ওভার শেষে বাংলাদেশে রান ১৫১। দেখে বড় স্কোর মনে হলেও, মিডলঅর্ডারে ছিল চরম বিপর্যয়। ১৬.৫ ওভারেও স্কোর ছিল ১২৫/৪। কিন্তু ২০ ওভারের মধ্যে ১৫১ রানেই অলআউট। অর্থাৎ ৩.১ ওভারে ১৫ রান তুলতেই ৬টি উইকেট হারিয়েছে স্বাগতিকরা।
শুক্রবার (৩১ অক্টোবর) তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টিতে টসে জিতে ব্যাটিংয়ে নামা বাংলাদেশের লক্ষ্য ছিল শুরুতে উইকেট না হারিয়ে শেষের দিকে ঝড় তোলা। সেই লক্ষ্য সফলও বলা যায়।
১৪ ওভার পর্যন্ত বাংলাদেশ হারিয়েছিল মাত্র ২ উইকেট, স্কোরবোর্ডে ছিল ৯৯ রান। কিন্তু ১৫তম ওভারে দলীয় ১০৭ রানে সাইফ হাসান আউট হলে পরের ব্যাটসম্যানেরা শুধু আসা–যাওয়ার মধ্যে ছিলেন। ৬২ বলে ৮৯ রান করেন তানজিদ তামিম। ২২ বলে ২৩ করেন সাইফ হাসান। বাকিরা সবাই ব্যর্থ।
১৪২ রানে নবম উইকেট হারিয়েছিল বাংলাদেশ। শেষ ব্যাটসম্যান তাসকিন আহমেদের ছক্কা আর একটি করে ডাবলস ও সিঙ্গেলের সৌজন্যে দেড় শ পেরিয়েছে দলের স্কোর। তাসকিন অবশ্য শেষ বলে দুই রান নিতে গিয়ে রানআউট হয়েছেন, তাতে বাংলাদেশের ইনিংসের সমাপ্তি ঘটেছে অলআউট হিসেবে।
বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, সাইফ হাসান, লিটন দাস, পারভেজ হোসেন ইমন, জাকের আলী, নুরুল হাসান সোহান, মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্র্যান্ডন কিং, অ্যালিক অ্যাথানজে, আকিম আগুস্তে, রোস্টন চেজ, আমির জঙ্গু, রোভম্যান পাওয়লে, জেসন হোল্ডার, গুদাকেশ মোতি, রোমারিও শেফার্ড, আকিল হোসেন ও খেরি পেয়ারি।
বিভি/এজেড




মন্তব্য করুন: