• NEWS PORTAL

  • শনিবার, ০১ নভেম্বর ২০২৫

বাংলাদেশের আরও একটি ক্লাবকে নিষেধাজ্ঞা দিলো ফিফা!

প্রকাশিত: ১৬:৩৬, ৩১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বাংলাদেশের আরও একটি ক্লাবকে নিষেধাজ্ঞা দিলো ফিফা!

আন্তর্জাতিক ফুটবল নিয়ন্ত্রক প্রতিষ্ঠান ফিফার নিষেধাজ্ঞার খড়গ পড়লো বাংলাদেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাব। এর আগে চলতি বছরের জানুয়ারিতে বসুন্ধরা কিংস ও শেখ জামাল একই নিষেধাজ্ঞা পেয়েছে। বছরের শেষ দিকে এই শাস্তি পেল মোহামেডানও।

ফিফার পাঠানো একটি চিঠিতে গত বুধবার এই নিষেধাজ্ঞা পেয়েছে বাংলাদেশ ফুটবল লিগের বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান। গত ২০২২-২৩ মৌসুমে সাদা-কালোদের হয়ে খেলে যাওয়া ইরানি ফুটবলার মেইসাম শাহ জাদেহের অভিযোগের ভিত্তিতে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

ফিফার চিঠি অনুসারে, চুক্তি অনুযায়ী পারিশ্রমিক পাননি মেইসাম। তাই বকেয়া পরিশোধ না করা পর্যন্ত আন্তর্জাতিক ও জাতীয় পর্যায়ে মোহামেডানের নতুন খেলোয়াড় নিবন্ধনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে, যা আগামী টানা তিনটি ট্রান্সফার উইন্ডোতে কার্যকর থাকবে।

এই সময়ের মধ্যে মেইসাম অর্থ বুঝে না পেলে ফিফার কাছ থেকে আরও কঠোর শাস্তি পেতে পারে মোহামেডান। ক্লাবটির সূত্রে জানা গেছে, বকেয়া পারিশ্রমিকের পরিমাণ প্রায় ৬০ হাজার মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৩ লক্ষ ৩৬ হাজার টাকা)।

গত মৌসুমে প্রথমবারের মতো দেশের পেশাদার লিগের শিরোপাজয়ী মোহামেডান বর্তমানে আর্থিক সংকটে রয়েছে। এবার ফিফার নিষেধাজ্ঞার কারণে তারা চলতি মৌসুমের মধ্যবর্তী ট্রান্সফার উইন্ডোতে নতুন কোনো খেলোয়াড় দলে না নিতে পারার শঙ্কায় পড়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনকেও (বাফুফে) একই চিঠি দিয়ে ফিফা নির্দেশ দিয়েছে, যদি এখনও সংস্থাটি এই নিষেধাজ্ঞা কার্যকর না করে থাকে, তাহলে যেন অবিলম্বে তা জাতীয় পর্যায়ে বাস্তবায়ন করে।

ফিফার নিবন্ধন বিষয়ক নিষেধাজ্ঞা পোর্টালের তথ্য অনুযায়ী, বসুন্ধরা কিংসের বিরুদ্ধে পাঁচটি ও শেখ জামালের বিরুদ্ধে দুটি অভিযোগ রয়েছে। সেই তালিকায় উঠলো ঐতিহ্যবাহী মোহামেডানের নামও।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2