পাকিস্তানকে হারালো শ্রীলঙ্কা, কপাল পুড়লো জিম্বাবুয়ের
পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজে বেশ চমক দিয়েছিলো জিম্বাবুয়ে। আশা ছিল ফাইনালে খেলারও। কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে শ্রীলঙ্কার জয়ে সেই আশা নিভে গেছে। স্বাগতিকদের পর ফাইনাল নিশ্চিত করেছেন লঙ্কানরা।
বৃহস্পতিবার রাতে রাওয়ালপিন্ডিতে দ্বিতীয় দেখায় পাকিস্তানকে ৬ রানে হারিয়ে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে স্বাগতিকদেই প্রতিপক্ষ হয়েছে শ্রীলংকা। লংকানদের ৫ উইকেটে করা ১৮৪ রানের জবাবে ৭ উইকেটে ১৭৮-এ শেষ হয় পাকিস্তানের ইনিংস।
সিরিজের শেষ ম্যাচে টস হেরে ব্যাটিং পাওয়া শ্রীলংকা বাঁ-হাতি ওপেনার কামিল মিশারা ও উইকেটকিপার কুসাল মেন্ডিসের ব্যাটে ২০ ওভারে পাঁচ উইকেট হারিয়ে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে। কুসাল তিন নম্বরে নেমে ২৩ বলে ৪০ রানে ফেরার পর মিশারা ৪৮ বলে ৭৬ রানে অপরাজিত থাকেন। ষষ্ঠ উইকেটে অবিচ্ছিন্ন থাকা জানিথ লিয়াঙ্গে ২৪ বলে ২৪ রান যোগ করেন।
রান তাড়ায় পাওয়ার প্লের মধ্যে ৪৫ রানে চার উইকেট হারানো পাকিস্তান দলকে জয়ের পথে নিয়ে যান অধিনায়ক সালমান আগা। উসমান খান ২৩ বলে ৩৩ আর মোহাম্মদ নেওয়াজ ১৬ বলে ২৭ করে সঙ্গ দেন তাকে।
তবে দুশমান্থা চামিরার করা শেষ ওভারে ১০ রানের প্রয়োজনে পাক অধিনায়ক প্রথম দুই বল খেলে নন স্ট্রাইকে যাওয়ার পর ফাহিম আশরাফ ও মোহাম্মদ ওয়াসিম পারেননি সমীকরণ মেলাতে। ৪৪ বলে ৬৩ রানে অপরাজিত থাকা সালমানকে দেখতে হয় ৬ রানের হার। চার ওভারে ২২ রান দিয়ে চার উইকেট নিয়ে চামিরা হন ম্যাচসেরা।
চার ম্যাচের দুটিতে জিতে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠলো শ্রীলঙ্কা। আগেই টানা তিন ম্যাচ জিতে তা নিশ্চিত করেছিলো স্বাগতিকরা। ২ পয়েন্ট নিয়ে বিদায় নিতে হয়েছে জিম্বাবুয়েকে।
বিভি/এজেড




মন্তব্য করুন: