যুব বিশ্বকাপ হকি: বাংলাদেশের প্রথম ম্যাচ শনিবার
যুব বিশ্বকাপ হকিতে শুরু হচ্ছে বাংলাদেশের মিশন। আগামীকাল শনিবার (২৯ নভেম্বর) প্রথম ম্যাচ বাংলাদেশের। প্রতিপক্ষ অস্ট্রেলিয়া। ভারতের চেন্নাইয়ে বিকাল ৪টায় শুরু হবে ম্যাচটি।
মূল লড়াইয়ে নামার আগে দু'টি প্রস্তুতি ম্যাচ খেলেছে আমিরুল, রকিরা। প্রথম ম্যাচে চিলিকে ৩-০ গোলে এবং পরের ম্যাচে সুইজারল্যান্ডকে ৫-২ গোলে হারায় লাল-সবুজের যুবারা। যুব হকি বিশ্বকাপে প্রথমবার খেলছে বাংলাদেশ। এফ গ্রুপে অস্ট্রেলিয়া ছাড়াও তাদের খেলতে হবে ফ্রান্স ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে। তিন প্রতিপক্ষই শক্তিশালী।
চ্যালেঞ্জটাও বেশ কঠিন আইকম্যানের শিষ্যদের জন্য। অস্ট্রেলিয়ার বিপক্ষে কোন চাপ না নিয়ে নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াইয়ের পরিকল্পনা কোচের। টুর্নামেন্টে ছয়টি গ্রুপে খেলছে ২৪টি দল। উদ্বোধনী দিনে জিতেছে জার্মানি, আয়ারল্যান্ড, আর্জেন্টিনা, স্পেন, বেলজিয়াম, নিউজিল্যান্ড।
বিভি/এজেড




মন্তব্য করুন: