• NEWS PORTAL

  • বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫

লা লিগায় শীর্ষস্থান শক্ত করেছে বার্সেলোনা

প্রকাশিত: ১০:১৬, ৩ ডিসেম্বর ২০২৫

ফন্ট সাইজ
লা লিগায় শীর্ষস্থান শক্ত করেছে বার্সেলোনা

অ্যাতলেতিকো মাদ্রিদকে হারিয়ে স্প্যানিশ লা লিগায় ৪ পয়েন্ট ব্যবধানে শীর্ষস্থান শক্ত করেছে বার্সেলোনা। মঙ্গলবার ঘরের মাঠে পিছিয়ে পড়েও জয় তাদের ৩-১ গোলে। চলতি লিগে বার্সার টানা ৫ জয়ের বিপরীতে অ্যাতলেতিকো টানা ৬টি জয়ের পর হারের স্বাদ পেলো।

ন্যু ক্যাম্পে দাপুটে ফুটবলে খেলা শুরু করা বার্সার জালে ১৯ মিনিটে বল পাঠায় অ্যাতলেতিকো। নিজেদের অর্ধ থেকে সতীর্থের বাড়ানো বল ধরে এগিয়ে গোলরক্ষককে পরাস্ত করেন মিডফিল্ডার আলেক্স বায়েনা। ৭ মিনিটের মধ্যে রাফিনিয়ার গোলে সমতায় ফেরে স্বাগতিকরা। পেদ্রির থ্রু পাস নিয়ন্ত্রণে নিয়ে আগুয়ান গোলরক্ষককে পাশ কাটিয়ে ফাঁকা জালে বল পাঠান ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। ১০ মিনিট পর স্পট কিকে বল উড়িয়ে মেরে হতাশ করেন বার্সার রবের্ত লেভান্দোভস্কি। ৬৫ মিনিটে স্বাগতিকদের এগিয়ে নেন আগের ম্যাচে আলাভেসের বিপক্ষে জোড়া গোল করা দানি ওলমো। জটলার মধ্য থেকে ফিরতি বল পেয়ে বাঁ-পায়ের শটে কোণা দিয়ে বল জালে পাঠান স্প্যানিশ ফরোয়ার্ড।

এরপর ওলমোর জায়গায় মার্কাস রাশফোর্ড ও লেভানদোভস্কির জায়গায় ফেররান তরেস বদলি নামেন। যোগ করা সময়ের ৬ মিনিটে তরেস স্কোরলাইন ৩-১ করেন। এই জয়ে ১৫ ম্যাচে ৩৭ পয়েন্ট নিয়ে এক ম্যাচ কম খেলা রিয়াল মাদ্রিদকে চার পয়েন্ট দূরে রেখে লিগ শীর্ষে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে চারে অ্যাতলেতিকো। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন: