চূড়ান্ত হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল, যারা থাকছেন
ছবি: সংগৃহীত
টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে। বৈশ্বিক আসরের আগে নিজেদের সর্বশেষ আন্তর্জাতিক সিরিজ ইতোমধ্যেই খেলেছে টাইগাররা। ঘোষণা করা হয়েছে টুর্নামেন্টের সূচিও। বিশ্বকাপে কেমন হবে বাংলাদেশ দল তা নিয়ে কৌতূহল রয়েছে ক্রিকেট সমর্থকদের। বাংলাদেশের অধিনায়ক লিটন দাস জানান, এরই মধ্যে চূড়ান্ত করা হয়েছে বাংলাদেশের বিশ্বকাপ দল।
বাংলাদেশ টি-টোয়েন্টি বিশ্বকাপে কঠিন গ্রুপে পড়েছে। নেপাল, ইতালির পাশাপাশি টাইগারদের খেলতে হবে সাবেক দুই বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে।
বাংলাদেশের বিশ্বকাপ দল যে চূড়ান্ত সেটি নিশ্চিত করে লিটন দাস গণমাধ্যমকে বলেন, ‘আয়ারল্যান্ড সিরিজের আগেই বিশ্বকাপের দল গোছানো হয়ে গেছে। দল প্রস্তুত ছিলো এশিয়া কাপ থেকেই। এই খেলোয়াড়রাই টানা খেলছে। এখন খেলোয়াড়রা বিপিএলে খেলবে। তারা যেখানেই খেলুক জাতীয় দলে এসে বিশ্বকাপে ভালো করলেই আমি খুশি।’
কেমন হতে পারে বাংলাদেশের বিশ্বকাপ দল
টপ অর্ডারে তানজিদ তামিম, পারভেজ ইমন ও সাইফ হাসানদের দলে থাকা নিশ্চিত। একই সঙ্গে লিটন, তাওহীদ হৃদয়, জাকের আলিদেরও দলে জায়গা নিশ্চিত বলা যায়। মাহিদুল ইসলাম অঙ্কন থাকতে পারেন বিশ্বকাপের পরিকল্পনাতে। বিশ্বকাপের বিবেচনায় থাকতে পারেন মারকুটে ব্যাটার শামীম পাটোয়ারী। ও অলরাউন্ডার সাইফউদ্দিন।
স্পিনে দল ভরসা রাখতে পারে শেখ মাহেদী, রিশাদ ও নাসুমের ওপর। পেস ইউনিটে মুস্তাফিজ, তানজিম সাকিব ও তাসকিনরা নেতৃত্ব দেবেন।
বাংলাদেশের সম্ভাব্য বিশ্বকাপ দল : লিটন দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহঅধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, নুরুল হাসান সোহান/মাহিদুল ইসলাম অঙ্কন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, শরিফুল ইসলাম/সাইফউদ্দিন, তাসকিন আহমেদ।
বিভি/এআই




মন্তব্য করুন: