• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২১ মে ২০২৪

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

জরিমানা খেলেন লিটন-লাহিরু

প্রকাশিত: ১৭:৪৬, ২৫ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৫৬, ২৫ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
জরিমানা খেলেন লিটন-লাহিরু

ছবি: টুইটার

আইসিসি’র আচরণবিধি ভাঙায় বাংলাদেশ ব্যাটসম্যান লিটন দাস ও লংকান পেসার লাহিরু কুমারাকে জরিমানা করেছে আন্তর্জাতিক ক্রিকেটের সর্বোচ্চ সংস্থা। লিটনকে ম্যাচ ফি’র ১৫ শতাংশ ও লাহিরুকে ২৫ শতাংশ জরিমানা করা হয়েছে।

আইসিসি এক বিবৃদি দিয়ে জানিয়েছে, আচরণবিধির ২.৫ ধারা ভেঙেছেন লাহিরু। যেখানে ক্রিকেটার, কোচিং স্টাফ বা মাঠে থাকা আম্পায়ারের প্রতি ভাষা বা অঙ্গভঙ্গি করে অসম্মান করার কথা বলা রয়েছে।

আরও পড়ুন:
শামিকে ‘পাকিস্তানী’ বলায় ক্ষেপেছেন শেবাগ
উল্লাস দেখে কেঁদে ফেললেন বাবরের বাবা

কোহলিদের নাগালের মধ্যে রাখলো পাকিস্তান

লিটন দাস আচরণবিধির ২.২০ ধারায় দোষী বলে উল্লেখ করা হয়েছে। তিনি প্রতিপক্ষের ক্রিকেটারের প্রতি যে দৃষ্টিভঙ্গি প্রদর্শক করেছেন তা ক্রিকেটের নীতির পরিপন্থি বলে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশের ইনিংসের ষষ্ঠ ওভারে লিটন দাসকে আউট করেন লাহিরু কুমারা। এরপর লিটনকে কিছু একটা বলে স্লেজিং করেন তিনি। তেড়ে যান লিটনও। পরে মাঠে থাকা আম্পায়ার এগিয়ে এসে তাঁদের থামান।

বিভি/এসএম

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2