• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

পাঁচ কারণে পাকিস্তানে ভয় কিউইদের

প্রকাশিত: ১৬:১১, ২৬ অক্টোবর ২০২১

আপডেট: ১৬:৪০, ২৬ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
পাঁচ কারণে পাকিস্তানে ভয় কিউইদের

ছবি: ফাইল

চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে জয় পেয়েছে পাকিস্তান। এবার তাঁদের কিউইদের বিপক্ষে প্রতিশোধ নেওয়ার পালা। পাকিস্তানের ক্রিকেট পিছিয়ে দিয়েছে নিউজিল্যান্ড। দীর্ঘ প্রতিক্ষার পরে ঘরে ফেরানো আন্তর্জাতিক ক্রিকেটের পথে কাঁটা ছড়িয়েছে।

আরও পড়ুন:
চাকরি না পাওয়া কোচরা আমাদের রিহ্যাব সেন্টারেঃ মাশরাফি
লিটন কেন দলে, প্রশ্ন ওয়াসিমের

স্কটল্যান্ডকে বিশাল লক্ষ্য দিলো আফগানরা

সিরিজ বাতিল করার প্রতিশোধ: সেপ্টেম্বরে নিউজিল্যান্ড দল পাকিস্তান সফরে গিয়ে সিরিজ বাতিল করে ফিরে আসে। পাকিস্তান সুপার টুয়েলভে ভারত ও নিউজিল্যান্ড ম্যাচকে আলাদা চোখে দেখেছে। বিশ্বকাপের আগেই ব্ল্যাক ক্যাপসদের বিপক্ষে ম্যাচকে প্রতিশোধের ম্যাচ বলে অ্যাখ্যা দিয়েছে পাকিস্তান।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস: সংযুক্ত আরব আমিরাত পাকিস্তানের দ্বিতীয় ঘর। দীর্ঘদিন আমিরাতে আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে দলটি। আয়োজন করেছে পিএসএল।  ভারতের বিপক্ষে দুর্দান্ত খেলে জিতেছে তাঁরা। ওই আত্মবিশ্বাস নিয়েই নামবে গ্রিন জার্সিধারীরা।

প্রস্তুতির ঘাটতি: বাংলাদেশে টি-২০ সিরিজে হেরেছে নিউজিল্যান্ড। যদিও ওই দলের কেউ বিশ্বকাপে নেই। পাকিস্তান সফর স্থগিত করায় প্রস্তুতির ঘাটতি থেকে গেছে তাঁদের। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেললেও ফল পক্ষে আসেনি। দল হয়ে তাঁরা খুব বেশি অনুশীলনেরও সুযোগ পায়নি।

মুখোমুখি লড়াই: পাকিস্তান ও নিউজিল্যান্ড ২৪ টি-২০ ম্যাচ খেলেছে। এর মধ্যে পাকিস্তান জিতেছে ১৪ ম্যাচে। নিউজিল্যান্ড দশ ম্যাচে জিতলেও অধিকাংশই তাঁদের ঘরের মাঠে।

কেন উইলিয়ামসন-এর ইনজুরি: কনুইয়ের ইনজুরিতে আছেন নিউজিল্যান্ড দলের সেরা ভরসা অধিনায়ক কেন উইলিয়ামসন। বড় শট খেলতে কিছুটা অসুবিধা হচ্ছে তাঁর। পাকিস্তানের শক্ত বোলিং আক্রমণ ও রান তোলা কঠিন শাহরাহ’র উইকেটে যেটা কিউইদের জন্য চিন্তার।

বিভি/এসএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2