• NEWS PORTAL

  • মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

কয় পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ?

প্রকাশিত: ১৪:৪১, ২৭ অক্টোবর ২০২১

আপডেট: ১৪:৪৩, ২৭ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
কয় পরিবর্তন নিয়ে নামছে বাংলাদেশ?

ছবি: ফাইল

উইকেটরক্ষক নুরুল হাসান সোহান চোটে পড়েছেন। মঙ্গলবার (২৬ অক্টোবর) রাতে এটাই বড় খবর হয়ে উঠেছিলো। কিন্তু মাঝ রাতে মিললো আরও বড় দুঃসংবাদ। পিঠের ইনজুরিতে সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত টি-২০ বিশ্বকাপ শেষ সাইফউদ্দিন-এর।

তাঁর জায়গায় দলে ঢুকেছেন পেসার রুবেল হোসেন। আবুধাবির উইকেট বিবেচনা করে ডানহাতি পেসারের একাদশে সুযোগ পাওয়ার সম্ভাবনাও জোরালো। তবে নুরুল হাসান-এর খেলা নিয়ে তেমন সংশয় নেই। বরং আলোচনায় লিটন দাস-এর নাম।

অফ ফর্ম ও ক্যাচ মিস মিলিয়ে খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছেন ডানহাতি ওপেনার লিটন। বাংলাদেশ দলে টপ ও মিডল অর্ডার বিবেচনায় ঝড় তুলতে পারার মতো ব্যাটসম্যান তিনিই। হেড কোচ রাসেল ডমিঙ্গো কিংবা পেস বোলিং কোচ ওটিস গিবসন-এর মতে, দলের মূল ক্রিকেটার লিটন। অথচ ইংলিশদের বিপক্ষে তাঁর একাদশে থাকার কথা জোর দিয়ে বলা যাচ্ছে না।

প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জয়ের পর টি-২০ বিশ্বকাপের ফেবারিট ইংল্যান্ড বেশ নির্ভার। বাংলাদেশ শিবিরে ইনজুরির হানা, ওদিকে ম্যাচের আগে ইংল্যান্ড পেয়েছে ভালো সংবাদ। ইনজুরি মুক্ত পেসার মার্ক উড খেলার জন্য প্রস্তুত। তাঁকে নিয়েই ইংলিশরা নামবে কি না দেখার অপেক্ষা।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ: লিটন দাস, নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, আফিফ হোসেন, নুরুল হাসান, শেখ মাহেদি, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ইংল্যান্ডের সম্ভাব্য একাদশ: জেসন রয়, জস বাটলার, ডেভিড ম্যালান, জনি বেয়ারস্টো, ইয়ন মরগান, লিয়াম লিভিংস্টোন, মঈন আলী, ক্রিস ওকস, ক্রিস জর্ডান, আদিল রশিদ ও টাইমল মিলস।

বিভি/এসএম

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2