• NEWS PORTAL

শুক্রবার, ২৯ মার্চ ২০২৪

গতি তারকা ও সেরা ওপেনার বলে কাকে খোঁচা দিলেন শিশির?

প্রকাশিত: ১৬:৩৫, ২৮ অক্টোবর ২০২১

আপডেট: ১৭:৩২, ২৮ অক্টোবর ২০২১

ফন্ট সাইজ
গতি তারকা ও সেরা ওপেনার বলে কাকে খোঁচা দিলেন শিশির?

ছবি: ফেসবুক থেকে নেওয়া

টি-২০ বিশ্বকাপের সুপার টুয়েলভে ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল। বাছাইপর্বে দুই ম্যাচ জিতেছে টাইগাররা। দু’টিতেই ব্যাটে-বলে ভালো করে ম্যাচ সেরা হয়েছেন সাকিব আল হাসান। মূল পর্বে ভালো না করায় সমালোচনা শুনতে হচ্ছে বাংলাদেশ দলের।

ফর্মহীন ওপেনার লিটন দান। সবচেয়ে বেশি সমালোচিত তিনি। বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহও তাঁর নানান সিদ্ধান্তের কারণে সমালোচনার শিকার হচ্ছেন। দলের সিনিয়র ক্রিকেটার হিসেবে কিছু সমালোচনা সাকিব-এর ভাগেও পড়ছে।

আরও পড়ুন:
বাংলাদেশ ম্যাচের আগে উইন্ডিজ দলে হোল্ডার
‘চেষ্টা করছি, আমাদের দ্বারা হচ্ছে না’

বাংলাদেশকে বিশাল ব্যবধানে হারালো ইংল্যান্ড

সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব ও বাংলাদেশ দলের হয়ে ঢাল ধরতে নিজস্ব ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়েছেন উম্মে শিশির আল হাসান। কথা তুলেছেন ২০১৯ সালের ইংল্যান্ডে অনুষ্ঠিত পঞ্চাশ ওভারের বিশ্বকাপ নিয়ে। গতি তারকা ও কথিত সেরা ওপেনার বলে দু’জনকে খোঁচাও দিয়েছেন।

সাকিবের স্ত্রী শিশিরের স্ট্যাটাস। ছবি: ফেসবুক

শিশির লিখেছেন, ‘আমরা কি একটু ২০১৯ বিশ্বকাপ নিয়ে কথা বলতে পারি। মাঝে মধ্যে ভেবে বিস্মিত হই দলে তখন একজন গতি তারকা ছিলেন, সেরা ওপেনিং জুটি ছিলো তারপরও কোনো আমরা ভারত, পাকিস্তান, ইংল্যান্ড, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের মতো দলের বিপক্ষে সাফল্য পাইনি। ওই ম্যাচগুলোতে কী ভুল ছিলো আমার কৌতূহলী মন জানতে চাই। ওই ভুল নিয়ে যদি কিছু টকশো সেসময় করতে পারতাম তাহলে আজ হয়তো আমাদের এই ব্যর্থতা দেখতে হতো না।’

২০১৯ বিশ্বকাপে বাংলাদেশের দুই সিনিয়র ক্রিকেটার পুরোপুরি ব্যর্থ ছিলেন। একজন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। যিনি ইংল্যান্ড বিশ্বকাপে মাত্র একটি উইকেট পেয়েছিলেন। বল হাতে রানও চেক দিতে পারেননি তিনি। অন্যজন ওপেনার তামিম ইকবাল। ব্যাট হাতে তিনিও ছিলেন পুরোপুরি ব্যর্থ। ওই বিশ্বকাপে বাংলাদেশ ‘সাড়ে নয়জন’ ক্রিকেটার নিয়ে খেলছে এমন কথাও শোনা গেছে।

ছবি: ফেসবুক থেকে নেওয়া

ইঙ্গিত করে স্ট্যাটাস দিয়েছেন মাশরাফি’র ছোট ভাই মুরসালিন বিন মুর্তাজা, ‘আমি একটা বিষয় নিয়ে কথা বলার আগে আমাকে জানতে হবে, ওই বিষয় নিয়ে কথা বলার মতো জ্ঞান আমার আছে কি না। হাত ঠেলার অভ্যাস সবারই থাকে কিন্তু নিজের জ্ঞানের পরিসীমা বুঝে কথা বলার অভ্যাস সবার থাকে না।’

বিভি/এসএম

মন্তব্য করুন: