• NEWS PORTAL

  • সোমবার, ২৯ এপ্রিল ২০২৪

পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলকে হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা

প্রকাশিত: ২০:২১, ১৪ এপ্রিল ২০২২

আপডেট: ২০:৪১, ১৪ এপ্রিল ২০২২

ফন্ট সাইজ
পাকিস্তান সফরে অস্ট্রেলিয়া দলকে হুমকি দিয়েছিল সন্ত্রাসীরা

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া ক্রিকেট দল।

দীর্ঘ ২৪ বছর পর পাকিস্তান সফরে এসেছিল অস্ট্রেলিয়া। শান্তিপূর্ণভাবে সিরিজ শেষ করে দেশেও চলে গেছে অজিরা। কিন্তু আজ এক বিস্ফোরিত খবর প্রকাশ করেছে পাকিস্তানি গণমাধ্যম জিও টিভি। প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তান সফরকালে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে সন্ত্রাসী হামলার হুমকি দেয়া সন্দেহভাজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছিল পুলিশ। 

পুলিশের বক্তব্যের বরাত দিয়ে জিও টিভি বলছে, লাহোরে সন্ত্রাসী হামলা চালিয়ে অস্ট্রেলিয়া ক্রিকেট দলকে ‘উড়িয়ে’ দেয়ার হুমকি দিয়েছিলেন ওই ব্যক্তি। মোবাইল ফোনে দেশটির মন্ত্রণালয়ের নম্বরে কল করেছিলেন তিনি।

আরও পড়ুন:

এ ঘটনায় পাকিস্তানের গুলাম মোহাম্মদ পুলিশ স্টেশনে সন্ত্রাস বিরোধী আইনে সেই ব্যক্তির বিরুদ্ধে মামলা করা হয়েছে। ওই ব্যক্তির মোবাইল ফোন ও কল ডাটা শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে পুলিশ। অ্যারন ফিঞ্চ-প্যাট কামিন্সদের সন্ত্রাসী হামলার হুমকি দেয়ার কথা স্বীকারও করেছেন তিনি।

পূর্ণাঙ্গ সিরিজে টেস্ট ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলেছিল অস্ট্রেলিয়া। টেস্ট ও টে-টুয়েন্টিতে সিরিজ জিতলেও ওয়ানডে সিরিজে হেরেছিল স্মিথ-ওয়ার্নারর।

বিভি/এজেড

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2