• NEWS PORTAL

  • শনিবার, ১৯ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে ফ্রিম্যানের সঙ্গে অর্ধেক শরীরের কে এই মুফতাহ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ০৯:০০, ২১ নভেম্বর ২০২২

আপডেট: ১৫:৩৬, ২৪ নভেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকাপ উদ্বোধনী মঞ্চে ফ্রিম্যানের সঙ্গে অর্ধেক শরীরের কে এই মুফতাহ

মর্গ্যান ফ্রিম্যানের সঙ্গে ঘানিম আল মুফতাহ

কাতার শুরু হয়েছে ‘গ্রেটেস্ট শো অন আর্থ’ খ্যাত বিশ্বকাপ ফুটবল। জমকালো অনুষ্ঠানের মধ্য দিয়ে বিশ্বকাপের উদ্বোধনী আয়োজন হয়ে গেল রবিবার (২০ নভেম্বর)। 

অনুষ্ঠানে হলিউডের বিখ্যাত অভিনেতা মরগান ফ্রিম্যানের সঙ্গে কথোপকথন করতে দেখা গেছে ঘানিম আল মুফতাহ নামের এক যুবককে। দুহাতে ভর দিয়ে তিনি বেশ কিছুক্ষণ ফ্রিম্যানের সঙ্গে কথা বলেছেন। এ সময় তিনি কোরআন পাঠও করেছেন। এরপর থেকে দর্শকের মধ্যে প্রশ্ন জেগেছে কে এই মুফতাহ!

এবারের কাতার বিশ্বকাপের ব্র্যান্ড অ্যাম্বাসেডার ঘানিম আল মুফতাহ। মুফতাহ ‘কডাল রিগ্রেশন সিনড্রোম’ নিয়ে জন্মগ্রহণ করেন। এটি একটি বিরল ব্যাধি যা মানুষের নিম্ন মেরুদণ্ডের বৃদ্ধি ব্যাহত করে। চিকিৎসকরা জানিয়েছিলেন, তার বেঁচে থাকার সম্ভাবনা খুব কম। তবু তিনি ২০টি বছর পার করতে সক্ষম হয়েছেন। তার গল্প বিশ্বজুড়ে যুবক এবং প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য একটি চমক এবং ব্যতিক্রমী উদাহরণ হয়ে মানুষকে বিস্মিত ও অনুপ্রাণিত করেছে। 

ঘানি আল মুফতাহঘানিম তার সাফল্যের জন্য ঋণী তার বাবা-মায়ের কাছে। যারা তার ইতিবাচক বিকাশে অবিচ্ছিন্ন প্রভাব ফেলেছেন। তাদের সমর্থন নিয়ে ঘানিম তার অক্ষমতার সীমানা ছাড়িয়ে স্বাভাবিক জীবনযাপন করেন। প্রতি বছর ঘানিম ইউরোপে বিশেষজ্ঞ চিকিৎসকের সেবা নিয়ে থাকেন। তিনি কাতারের সর্বকনিষ্ঠ উদ্যোক্তা। ঘারিসা আইসক্রিম নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেছেন তিনি। কাতারে তার কোম্পানির ৬টি শাখা রয়েছে। যেখানে ৬০ জন কর্মী কাজ করেন।

ঘানিম সমগ্র উপসাগরীয় অঞ্চল জুড়ে তার ব্যবসা সম্প্রসারণ এবং ফ্র্যাঞ্চাইজি খুলতে চান। ঘানিমের ভবিষ্যৎ প্যারালিম্পিয়ান হওয়ার আশা। প্রতিবন্ধী হওয়া সত্ত্বেও, ঘানিম তার প্রিয় খেলা হিসাবে সাঁতার, স্কুবা ডাইভিং, ফুটবল, হাইকিং এবং স্কেটবোর্ডিংকে তালিকাভুক্ত করেছেন।

স্কুলে, ঘানিম তার হাতে জুতা পরে ফুটবল খেলতেন এবং তার 'সাধারণ আকারের' বন্ধুদের সঙ্গে বলের পিছনে ছুটতেন। আশ্চর্যজনকভাবে, ঘানিম সমগ্র উপসাগরীয় অঞ্চলের সর্বোচ্চ পর্বতশৃঙ্গ জেবেল শামস আরোহণ করেছেন। নির্ভীক এই প্রকাশ্যে মাউন্ট এভারেস্ট আরোহনের অভিপ্রায় ব্যক্ত করেছেন। ইনস্টাগ্রামে তার রয়েছে ১ মিলিয়নের বেশি ফলোয়ার। আল-মুফতাহ কাতারের ভবিষ্যতের প্রধানমন্ত্রী হতে চান। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান পড়ছেন।

বিভি/এইচএস

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2