• NEWS PORTAL

  • সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

স্প্যানিশ ফুটবলারের প্রেমে পড়েছেন স্পেনের রাজকন্যা

প্রকাশিত: ১৯:০০, ২ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
স্প্যানিশ ফুটবলারের প্রেমে পড়েছেন স্পেনের রাজকন্যা

ছবি: স্পোর্টস ফাইন্ডিং

সবুজ মাঠে স্প্যানিশ ফুটবলার গাভির স্কিলের প্রেমে পড়া ফুটবল ভক্ত দিন দিন বাড়ছে। বার্সেলোনা ও স্পেনের জার্সিতে খেলা এই মিডফিল্ডারের প্রতিভায় মুগ্ধ প্রতিপক্ষের সমর্থকরাও। গাভি যেন আন্দ্রেস ইনিয়েস্তার যোগ্য উত্তরসূরি। তার ভক্তের তালিকায় এবার যুক্ত হয়েছেন স্পেনের প্রিন্সেস লিওনর। 

তিনি স্পেনের বর্তমান রাজা ষষ্ঠ ফিলিপের কন্যা এবং উত্তরাধিকারী। ষষ্ঠ ফিলিপের পর সিংহাসনেও বসার কথা লিওনরের। ১৭ বছর বয়সি লিওনর বর্তমানে ওয়েলসের এক স্কুলে পড়ছেন। সেখানে বিশ্বের বিভিন্ন রাজ পরিবারের সদস্যরা পড়াশোনা করেন। 

এর আগে নানা সময় ফুটবল মাঠে দেখা গেছে লিওনরকে। স্পেনের সংবাদমাধ্যমের দাবি, লিওনর শুধু গাভির খেলার ভক্ত নন। তার প্রেমেও মজেছেন লিওনর। সেই জল্পনা আরও উসকে দিয়েছে কোস্টারিকা ম্যাচের পরের একটা ছবি। সেখানে দেখা গেছে রাজা ষষ্ঠ ফিলিপের হাতে ধরা একটি জার্সিতে সই করছেন সেই ম্যাচের সেরা ফুটবলার গাভি। 

জার্সির নম্বর নয়, যা গাভিরও জার্সি নম্বর। এর আগে লিওনরকে দেখা গেছে তার নাম লেখা স্পেনের জার্সি হাতে। যা থেকে মনে করা হচ্ছে, গাভি নিজের জার্সিতেই সই করছিলেন। আর জার্সির মাপ থেকে স্পষ্ট, তা কোনোভাবেই রাজার জন্য নয়। বরং মেয়ে লিওনরের জন্যই গাভির জার্সিতে তার সই নিয়েছেন রাজা ষষ্ঠ ফিলিপ। 

বিশ্বকাপ উপলক্ষ্যে আপাতত কাতারে রয়েছেন স্পেনের রাজা। কোস্টারিকা ম্যাচের পর গাভিসহ দলের অন্যদের সঙ্গে দেখা করেন তিনি। সূত্র: 

বিভি/এমআর

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2