• NEWS PORTAL

  • বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪

বিশ্বকাপে ইতিহাস রচনা মরক্কোর, অঘটনে কাঁদলো স্পেন

প্রকাশিত: ২৩:৫৯, ৬ ডিসেম্বর ২০২২

আপডেট: ০০:১৮, ৭ ডিসেম্বর ২০২২

ফন্ট সাইজ
বিশ্বকাপে ইতিহাস রচনা মরক্কোর, অঘটনে কাঁদলো স্পেন

অঘটনের বিশ্বকাপ খ্যাত কাতার বিশ্বকাপে সবচেয়ে বড় চমক মরক্কো। গ্রুপপর্বে চমক দেখানো মরক্কো শেষ ষোলোতেও দুর্দান্ত খেলে স্পেনকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নাম লিখিয়েছে। নিজেদের ইতিহাসে সর্বোচ্চ সাফল্যের ইতিহাস লিখলো কাতারের মাটিতে। টানটান উত্তেজনায় ভরা ম্যাচে টাইব্রেকারে প্রি-সেমিফাইনালে উঠেছে মরক্কো।

শেষ ষোলোর ম্যাচে স্পেনের বিরুদ্ধে নির্ধারিত ৯০ মিনিটে গোল দিতে পারেনি কেউই। পরে ৩০ মিনিট বাড়তি সময়েও গোলবার ছিল সুরক্ষিত। এরপর ম্যাচের ফলাফল বের করতে টাইব্রেকারের আশ্রয় নেন রেফারি। 

সেখানে স্পেনের প্রথম তিনটি শটই পরাস্ত করে দেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বওনৌ। অন্যদিকে প্রথম দুটিতে গোলের পর জয় প্রায় নিশ্চিত করলেও তৃতীয়টি মিস হওয়ায় পরের শটের অপেক্ষায় থাকতে হয়। চতুর্থ শটে গোল আসতেই উল্লাসে ফেটে পড়ে মরক্কো।

এই ম্যাচের মধ্যে দিয়ে চতুর্থ আফ্রিকান দেশ হিসেবে ইতিহাস গড়েছে মরক্কো। এ আগে মাত্র তিনটি দল বিশ্বকাপের শেষ আটে উঠেছিল। ১১৯০ সালে ক্যামেরুন, ২০০২ সেনেগাল, ২০১০ বিশ্বকাপে ঘানা কোয়ার্টার ফাইনালে খেলেছে। ১২ বছর পর আফ্রিকা থেকে আবারও শেষ আটে আফ্রিকা। এবার আফ্রিকাকে সেই স্বাদ দিচ্ছে মরক্কো।

পুরো বিশ্বকাপে এখনও একটি ম্যাচও হারেনি মরক্কো। ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোলশূন্য  দিয়ে শুরু। এরপর বেলজিয়াম ও কানাডাকে হারিয়ে গ্রুপসেরা হয়ে দ্বিতীয় রাউন্ডে ওছে মরক্কো। স্পেনকে সামনে পেয়ে তাদেরও বিদায় ঘটিয়ে দিলো।

বিভি/এজেড

মন্তব্য করুন: