• NEWS PORTAL

  • শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

আইএমএফ থেকে বাড়তি ২০ কোটি ডলার ঋণ পেল বাংলাদেশ

আইএমএফ থেকে বাড়তি ২০ কোটি ডলার ঋণ পেল বাংলাদেশ

রেজিলিয়েন্স অ্যান্ড সাসটেইনেবিলিটি (টেকসই) ফ্যাসিলিটির (আরএসএফ) আওতায় প্রথম দেশ হিসাবে অন্তর্ভুক্ত হলো বাংলাদেশ। সোমবার আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) নির্বাহী পর্ষদের সভায় আরএসএফ খাতে ১ দশমিক ৪ বিলিয়ন বা ১৪০ কোটি ডলার ঋণ অনুমোদন করা হয়েছে। এছাড়া সংস্থাটি বর্ধিত ক্রেডিট সুবিধা বা বর্ধিত তহবিল সুবিধার অধীনে ৩ দশমিক ৩ বিলিয়ন বা ৩৩০ কোটি ডলার ঋণের অনুমোদন দেওয়া হয়েছে। এতে সবমিলিয়ে সংস্থাটির অনুমোদিতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার বা ৪৭০ কোটি ডলার। যদিও পূর্বের চুক্তি অনুযাযী ৪৫০ কোটি ডলারের ঋণ পাওয়ার কথা ছিল। সেই হিসাবে সংস্থাটি বাংলাদেশের জন্য অতিরিক্ত ২০ কোটি ডলার অনুমোদন দিয়েছে। আইএমএফের এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

১১:৩৭ পিএম, ৩১ জানুয়ারি ২০২৩ মঙ্গলবার

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতি বদলে দিতে পারে: আইএমএফ

ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক অর্থনীতি ও রাজনীতি বদলে দিতে পারে: আইএমএফ

​​​​​​​আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বলেছে, ইউক্রেনে রুশ সামরিক অভিযান মুদ্রাস্ফীতি বাড়িয়ে এবং প্রবৃদ্ধি মন্থর করে দিয়ে পুরো বৈশ্বিক অর্থনীতিকে প্রভাবিত করবে। যা দীর্ঘমেয়াদে বৈশ্বিক অর্থনীতি ব্যবস্থাকে ‘আমূল পরিবর্তন’ করে নতুন আকার দিতে পারে। আইএমএফ আরও বলেছে, মানুষের দুর্ভোগ এবং ঐতিহাসিক শরণার্থী ঢেউ শুরুর বাইরেও যুদ্ধ খাদ্য এবং জ্বালানির মূল্য বৃদ্ধি, মুদ্রাস্ফীতি বৃদ্ধি এবং মানুষের আয়ের মূল্য হ্রাস করছে। একই সময়ে ইউক্রেনের পার্শ্ববর্তী দেশগুলোতে ব্যবসা-বাণিজ্য, সাপ্লাই চেইন এবং রেমিটেন্সে ব্যাঘাত সৃষ্টি করছে। খবর আল-জাজিরার।

১০:৩৫ এএম, ১৬ মার্চ ২০২২ বুধবার