গাজার পক্ষে একাত্মতা প্রকাশ: টেন মিনিট স্কুল ও এলএসসি বন্ধ

গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছে তারা। 'নো ওয়ার্ক, নো স্কুল' কর্মসূচির সঙ্গে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও রাজনৈতিক দল একাত্মতা প্রকাশ করেছে।
এবার এই কর্মসূচি পালন করার ঘোষণা দিয়েছে অনলাইনভিত্তিক শিক্ষাপ্রতিষ্ঠান টেন মিনিট স্কুলের প্রতিষ্ঠাতা ও সিইও আয়মান সাদিক। রবিবার (৬ এপ্রিল) রাতে তার ভেরিফায়েড ফেসবুক পেইজ থেকে টেন মিনিট স্কুলের সকল ক্লাস-পরীক্ষা বন্ধের ঘোষণা দেন।
স্ট্যাটাসে তিনি লেখেন, 'গ্লোবাল স্ট্রাইক এর সাথে একাত্মতা প্রকাশে ৭ এপ্রিল SSC FINAL REVISION LIVE সহ টেন মিনিট স্কুলের সকল ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে।'
এদিকে গাজায় নির্মম গণহত্যার প্রতিবাদে ঘোষিত কর্মসূচিতে একাত্মতা প্রকাশ করেছেন মোটিভেশনাল স্পিকার অ্যাডভোকেট আল মামুন রাসেল। এক জরুরি বিজ্ঞপ্তিতে তিনিও সোমবার (৭ এপ্রিল) বন্ধ ঘোষণা করেছেন তার পরিচালিত প্রতিষ্ঠান লিগ্যাল সল্যুশন চেম্বার (এলএসসি)।
ওইদিন তার প্রতিষ্ঠানসম্পৃক্ত আইনজীবীরা চেম্বার না করার পাশাপাশি মামলার কোনো শুনানিতেও অংশ নেবেন না। 'নো চেম্বার, নো সার্ভিস, নো ওয়ার্ক, নো হেয়ারিং এজ ইউজুয়াল'- বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন।
বিভি/টিটি
মন্তব্য করুন: