বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ

বিশ্ব আর্থ্রাইটিস দিবস আজ। প্রতি বছর ১২ অক্টোবর আর্থ্রাইটিস সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পালিত হয় দিবসটি। আর্থ্রাইটিসের লক্ষণ ও প্রতিরোধমূলক ব্যবস্থা সম্পর্কে মানুষকে জানাতে এবং ভবিষ্যতের জটিলতা মোকাবেলায়ও দিবসটি পালনের বিশেষ উদ্দেশ্য।
বিশ্ব আর্থ্রাইটিস দিবস ২০২৫ সালের প্রতিপাদ্য হলো- ‘স্বপ্নের শক্তি’ (The power of dreams)।
১৯৯৬ সালের ১২ অক্টোবর বিশ্ব আর্থ্রাইটিস দিবস (WAD) পালন করে ‘আর্থ্রাইটিস অ্যান্ড রিউম্যাটিজম ইন্টারন্যাশনাল (ARI)’ নামক একটি সংগঠন। এরপর থেকে আর্থ্রাইটিস ফাউন্ডেশনের মতো অনেক সংস্থা ও সংগঠন বিশ্বব্যাপী সচেতনতা বৃদ্ধি, বিভিন্ন জাতীগোষ্ঠীকে সহায়তা এবং গবেষণা গবেষণামূলক কাজ চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য যে, আর্থ্রাইটিস এমন এক শারীরিক রোগ যা জয়েন্টে প্রদাহ, ব্যাথা, জ্বালাপোড়া সৃষ্টি করে। যার ফলে মানুষের স্বাভাগিক চলাফেরায় অসুবিধা হতে পারে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: