• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

বিশ্ব হসপিস দিবস উপলক্ষে কড়াইলে বিশেষ অনুষ্ঠান

প্রকাশিত: ১৬:৫৯, ১১ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
বিশ্ব হসপিস দিবস উপলক্ষে কড়াইলে বিশেষ অনুষ্ঠান

‘বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৫’ উপলক্ষে প্যালিয়েটিভ কেয়ার সোসাইটি অব বাংলাদেশ (পিসিএসবি) এর উদ্যোগে কড়াইলে অবস্থিত কেন্দ্রে একটি বিশেষ অনুষ্ঠান হয়েছে।

শনিবার (১১ অক্টোবর) রাজধানীর কড়াইলে অবস্থিত  ‘মমতাময় কড়াইল প্রকল্প- পিসিএসবির কেন্দ্রে ওই অনুষ্ঠান আয়োজন করা হয়। 

‘সর্বজনীন পালিয়েটিভ কেয়ার অর্জন: সবাই প্রতিশ্রুতিবদ্ধ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ‘বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস ২০২৫’ উপলক্ষ্যে এই আয়োজনের লক্ষ্য হলো—বাংলাদেশে প্যালিয়েটিভ কেয়ার-বিষয়ক সচেতনতা বৃদ্ধি, মানবিক সেবার মূল্যবোধ ছড়িয়ে দেওয়া এবং জীবনসীমিত মানুষদের প্রতি সহমর্মিতা ও ভালোবাসার বার্তা সমাজে প্রসারিত করা।

উদ্বোধনী অনুষ্ঠানের পর পর্যায়ক্রমে ইতঃপূর্বে স্থানীয় কড়াইলস্থ পাঁচটি স্কুলে অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ অন্যান্য প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার প্রদান ও সবশেষে সমাপনী বক্তব্যের মাধ্যমে সম্পন্ন হয়েছে।

‘বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবস’ প্রথমবারের মতো বিশ্বব্যাপী ২০০৫ সালের ৮ অক্টোবর পালিত হয়। ওয়ার্ল্ডওয়াইড হসপিস প্যালিয়েটিভ কেয়ার অ্যালায়েন্স (ডব্লিউএইচপিসিএ) এই দিবসটি চালু করে একটি ঐক্যবদ্ধ কর্মদিবস হিসেবে বিশ্বজুড়ে হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ারকে উদযাপন এবং সমর্থন করার জন্য।

এই দিবসের প্রধান উদ্দেশ্যগুলো হলো: বিশ্বজুড়ে প্যালিয়েটিভ কেয়ারের প্রাপ্যতা বৃদ্ধি করা, জীবন-সীমিত রোগে আক্রান্ত ব্যক্তি ও তাদের পরিবারের চিকিৎসা, সামাজিক, মানসিক ও আধ্যাত্মিক প্রয়োজন সম্পর্কে সচেতনতা ও সমঝোতা বৃদ্ধি করা এবং বিশ্বব্যাপী এই সেবা সমর্থন ও বিকাশের জন্য তহবিল সংগ্রহ করা।

উল্লেখ্য, পিসিএসবি’র ‘মমতাময় কড়াইল প্রকল্প’ দীর্ঘদিন ধরে (২০১৫ সাল থেকে) কড়াইল এলাকার দরিদ্র ও অসহায় জনগোষ্ঠীর জন্য বিনামূল্যে প্যালিয়েটিভ কেয়ার সেবা, চিকিৎসা সহায়তা, মানসিক পরামর্শ ও জীবনমান উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ব হসপিস এবং প্যালিয়েটিভ কেয়ার দিবসের এই আয়োজনের মাধ্যমে সংগঠনটি জীবনের শেষপ্রান্তে থাকা রোগীদের প্রতি সামাজিক দায়বদ্ধতা, ভালোবাসা ও সহমর্মিতার গুরুত্ব সংশ্লিষ্ট সমাজে তুলে ধরতে চায়।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2