• NEWS PORTAL

  • মঙ্গলবার, ১৪ অক্টোবর ২০২৫

ছেলের পরকীয়া প্রেমিকাকে চড় মারলেই পুরস্কার দেবেন বাবা!

প্রকাশিত: ১৯:১৪, ১২ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
ছেলের পরকীয়া প্রেমিকাকে চড় মারলেই পুরস্কার দেবেন বাবা!

ছেলের পরকীয়া প্রেমিকাকে চড় মারার বিনিময়ে নগদ অর্থ পুরস্কার ঘোষণা করেছেন থাইল্যান্ডের এক ব্যবসায়ী বাবা। এ নিয়ে শুরু হয়েছে আলোচনা-সমালোচনার ঝড়। দেশটির দক্ষিণাঞ্চলীয় চুমফন প্রদেশের সবচেয়ে বড় দুরিয়ান ফলের বাগান ও গুদামের মালিক ৬৫ বছর বয়সী আরনন রোডথং সম্প্রতি ফেসবুকে এক পোস্টে এই ঘোষণা দিয়েছেন। 

ফেসবুক পোস্টে ওই ব্যবসায়ী লিখেছেন, কেউ তার বিবাহিত ছেলের পরকীয়া প্রেমিকাকে অন্তত ১০ বার চড় মারবে, তাকে তিনি ৩০ হাজার বাথ (প্রায় ৮১ হাজার টাকা) পুরস্কার দেবেন।

তিনি পোস্টে আরও লেখেন, ‘ল্যাং সুয়ান জেলায় যে কেউ আমার ছেলের পরকীয়া প্রেমিকাকে ১০ বার চড় মারলে আমি ৩০ হাজার বাথ পুরস্কার দেব। কাজ শেষ হলে আমার কাছে এসে টাকা নিয়ে যেও। আমি পুলিশকে জরিমানাও দিতে রাজি।’

আরনন রোডথং লিখেছেন, এই ঘোষণা তার পুত্রবধূর ন্যায়বিচারের জন্য এবং ছেলেকে অবৈধ সম্পর্ক শেষ করতে বাধ্য করার উদ্দেশ্যে দিয়েছেন।

অভিযোগ উঠেছে, রোডথংয়ের ছেলে চাই তার স্ত্রী ও সন্তানকে ছেড়ে ‘অন’ নামের এক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। ওই নারী দুরিয়ান কোম্পানিতে হিসাবরক্ষক হিসেবে যোগ দিয়ে প্রথমে রোডথংয়ের এক নাতির সঙ্গে সম্পর্ক করেন এবং পরবর্তীতে চাইয়ের সঙ্গে সম্পর্কে জড়ান।

রোডথং বলেন, আইন ভাঙার দায়ে যদি শাস্তি হয়, তবুও তিনি পরিবারের জন্য লড়াই চালিয়ে যাবেন।

এক সাক্ষাৎকারে তিনি ১০ লাখ বাথের নগদ অর্থ দেখিয়ে জানান, তার সত্যই পুরস্কার দেয়ার ইচ্ছা ছিল। কিন্তু অনেকে মজা করে পোস্টে কমেন্ট করেছেন, ‘টাকা উপার্জনের সহজ উপায়, আমি রওনা দিচ্ছি!’

তবে ব্যাপক সমালোচনার পর রোডথং ফেসবুক পোস্টটি মুছে দিয়ে জানান, ‘অনেকেই পরামর্শ দিয়েছেন সহিংসতার মাধ্যমে সমস্যা সমাধান না করতে। তাই আমি পোস্টটি তুলে নিয়েছি।’

তিনি জানান, তিনি তার ছেলের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করছেন এবং তার নামে দওয়া সম্পত্তি ফিরিয়ে নিয়ে নাতনির নামে হস্তান্তর করবেন।

সূত্র: এনডিটিভি

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2