• NEWS PORTAL

  • বুধবার, ২৯ অক্টোবর ২০২৫

মুক্ত গণমাধ্যম মঞ্চের জুলাই স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠিত

প্রকাশিত: ১৭:২৫, ২৯ অক্টোবর ২০২৫

আপডেট: ১৭:২৫, ২৯ অক্টোবর ২০২৫

ফন্ট সাইজ
মুক্ত গণমাধ্যম মঞ্চের জুলাই স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠিত

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমিন এস মুরশিদ বলেছেন, চব্বিশের তরুণরা একাত্তরের শহীদদের উত্তরসূরী। ২৪ এ দেশের মোড় ঘুরিয়ে দিয়েছে। সাম্য, মানবিক মর্যাদা ও আলোকিত সমাজের স্বপ্নে বিভোর ছিল একাত্তর ও চব্বিশের তরুণরা।

বুধবার (২৯ অক্টোবর) রাজধানীর একটি মিলনায়তনে মুক্ত গণমাধ্যম মঞ্চ আয়োজিত 'গণমাধ্যমের জুলাই আত্মদান' স্মারকের মোড়ক উন্মোচন ও জুলাই সংলাপ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তবে তিনি এ কথা বলেন।

মুক্ত গণমাধ্যম মঞ্চের মুখপাত্র মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের সঞ্চালনা ও আক্তারুজ্জামানের সার্বিক তত্ত্বাবধানে উক্ত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লে. কর্নেল (অব.) কামাল আকবর, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদের সদস্য ড. হেলাল উদ্দিন, এনসিপির যুগ্ম সদস্য সচিব ফরিদুল হক।

শহীদ সাংবাদিক পরিবারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন শহীদ তাহির জামান প্রিয়'র মা শামসি আরা জামান। 

শহীদ সন্তানের স্মৃতি স্মরণ করে সাংবাদিকদের প্রতি আগামীর দেশ গঠন, বৈষম্যহীন সমাজ বিনির্মাণ ও জেঁকে বসা অসঙ্গতি দূর করতে দিকনির্দেশনামূলক আলোচনা রাখেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, জুলাই আকাঙ্ক্ষাকে বাঁচিয়ে রাখার অন্যতম ধারক-বাহক হবেন সাংবাদিকরা। যারা জাতির বিবেক তারাই হতে পারে আগামীর বাংলাদেশ বিনির্মাণের নেপথ্য কারিগর। তাদের লেখনী থামিয়ে দিতে পারে আগামী দিনের স্বৈরাচার। তাই শহীদ সাংবাদিকদের ত্যাগ যেন বৃথা না যায় সেদিকে নজর রাখার তাগিদ দেন।

অনুষ্ঠানে শহীদ পরিবার ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনসহ বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2