অসহনীয় গরমে নাকাল সারাদেশের মানুষ

আরো চার পাচঁ দিন আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
চৈত্রের শেষে এসে অসহনীয় গরমে নাকাল রাজধানীসহ সারাদেশের মানুষ। প্রচণ্ড রোদে অতিষ্ট হয়ে পড়েছে রাজধানীর খেটে খাওয়া মানুষজন।
পথেঘাটে গরমে-ঘামে ক্লান্ত মানুষ। স্বস্তি নেই বাসা-বাড়িতেও। কয়েকদিন ধরেই তাপমাত্রা বেড়েছে। তীব্র দাবদাহে পুড়ছে রাজধানীসহ সারা দেশ।
আরও পড়ুন:
নিম্ন আয়ের মানুষের দুভোর্গ আরও বেশি। তীব্র এই গরমে রিকশা চলকরাও আছেন বিপাকে।
একেতো তীব্র গরম সেই সাথে যানজটে অতিষ্ট রাজধানীবাসী। এই গরমে ঘণ্টার পর ঘণ্টা বসে থাকতে হয় গাড়ির মধ্যে।
দেশের ৫৬টি জেলার ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং সেটি অব্যাহত থাকতে পারে আরো চার থেকে পাচঁ দিন। বৃষ্টি না হলে আরও কয়েকদিন থাকবে তীব্র এই গরম। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদ আব্দুর রহমান খান।
ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৮ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। আরো চার পাচঁ দিন আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই।
এদিকে, চলছে রমজান মাস সেই সাথে তীব্র গরম এমন অবস্থায় গেলো দু দিন ধরে পানি সংকটে ভুগছেন মুহাম্মাদরপুর হাউসিং লিমিটেডের ৬ নং রোডের বাসিন্দারা। ওয়াসার বৈদ্যুতিক তারের সমস্যার কারণে দুদিন ধরে পানির পাম্প বন্ধ রয়েছে।
আরও পড়ুন:
মন্তব্য করুন: