• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

হাতিয়ার মেঘনায় বিশাল আকৃতির জীবিত তিমি মাছ

প্রকাশিত: ১৬:২২, ৫ ডিসেম্বর ২০২৪

ফন্ট সাইজ
হাতিয়ার মেঘনায় বিশাল আকৃতির জীবিত তিমি মাছ

নোয়াখালীর হাতিয়ায় মেঘনা নদীতে দেখা মিলেছে বিশাল ঝীবিত এক আকৃতির তিমি মাছের। পরে কোস্টগার্ড গিয়ে মাছটি নিরাপদে নদীর পানিতে ছেড়ে দেয়।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) সকালে উপজেলার চর আতাউরের কাছে ডুবোচরে দেখা মিলে এই মাছের।

হাতিয়া কোস্টগার্ড জানায়, সকালে জেলেদের কাছে সংবাদ পেয়ে তারা ঘটনাস্থলে যান। এ সময় চরে তিমি মাছটি কাদার সঙ্গে আটকে থাকতে দেখেন। পরে জেলেদের সহযোগিতায় মাছটিকে টেনে পানিতে নামিয়ে আনেন। জেলেরা সকালে চরে হাঁটার সময় এটি দেখতে পান। ধারণা করা হচ্ছে রাতে জোয়ারে এটি এখানে এসে আটকা পড়েছে।

হাতিয়া কোস্টগার্ডের স্টেশন কমান্ডার মো. খালিছুর রহমান জানান, মাছটি প্রায় ৫০ মনের মত ওজন হবে। মনে হয় মাছটি দলছুট হয়ে ছোট নদীতে চলে এসেছে। বারবার নদীতে নামিয়ে দেওয়ার পরও এটি পুনরায় তীরে উঠে যায়। পরে গভীর পানিতে নামিয়ে দেওয়া হয়।

এদিকে তিমি মাছটি দেখতে সাধারণ মানুষের ভিড় জমে নদীর তীরে। অনেকে পানিতে নেমে হাত দিয়ে স্পর্শ করতে দেখা যায়। অনেককে মাছের সঙ্গে ছবি তুলে দেখা যায়।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2