• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বল ভেবে কুড়িয়ে নিলো ককটেল, খেলার সময় বিস্ফোরণে আহত ৩ শিশু

প্রকাশিত: ১৪:০৮, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
বল ভেবে কুড়িয়ে নিলো ককটেল, খেলার সময় বিস্ফোরণে আহত ৩ শিশু

যশোরে কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে একই পরিবারের তিন শিশু গুরুতর আহত হয়েছে। সোমবার (১৯ মে) সকাল সাড়ে আটটার দিকে শহরের শংকরপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহত শিশুরা হলো, শংকরপুর গোলপাতা মসজিদ এলাকার শাহাদৎ হোসেনের মেয়ে খাদিজা খাতুন (৫), সজিব হোসেন (৬) এবং আয়েশা খাতুন (৩)। আহতদের মধ্যে দুইজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়রা জানান, সকাল সাড়ে ৮টার দিকে শিশুরা একটি মাঠে খেলা করছিল। খেলার সময় খাদিজা বলের মতো দেখতে একটি বস্তু (ককটেল) কুড়িয়ে পায়। সেটিকে বাসায় নিয়ে এসে অন্য দুই ভাই-বোনের সাথে খেলার সময় সেটি বিস্ফোরিত হয়।

বিস্ফোরণে খাদিজা ও সজিব গুরুতরভাবে আহত হয় এবং আয়েশা আঘাত পায়। দ্রুত তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে খাদিজার শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণের সিদ্ধান্ত নেন। বর্তমানে সজিব এবং আয়েশা যশোর সদর হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে। আহত শিশুদের মা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যশোর কোতোয়ালী মডেল থানার ওসি আবুল হাসনাত জানান, কুড়িয়ে পাওয়া ককটেলে তিনজন গুরুতর আহত হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ঘটনার তদন্ত শুরু করেছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2