‘ফারাক্কার পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি’

ছবি: সৈয়দা রিজওয়ানা হাসান
পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, ফারাক্কার পানি বণ্টন চুক্তি নিয়ে কথা বলার মতো সময় এখনও আসেনি। যথাসময়ে এই চুক্তির মেয়াদ নবায়ন করা হবে।
সোমবার (১৯ মে) রাজশাহীর চারঘাট উপজেলায় বড়াল নদীর উৎসমুখ পরিদর্শন শেষে গণমাধ্যমকে তিনি এ কথা বলেন।
উপদেষ্টা বলেন, দেশে বালু ও ভুমি দস্যুতা চরমে পৌঁছেছে। ফসলি জমিতে পুকুর খনন পরিবেশকে হুমকিতে ফেলেছে। এটি নিয়ন্ত্রণে জেলা প্রশাসকদের ১০ দফা নির্দেশনা দেওয়া হয়েছে।
তিনি বলেন, প্রকল্পের স্বার্থে নদীর প্রবাহে আর বাঁধা রাখা যাবে না। বড়াল নদীতে স্লুইসগেটের দরকার নেই। সমন্বিত উদ্যোগে নদী খননসহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান পরিবেশ উপদেষ্টা।
বিভি/এসজি
মন্তব্য করুন: