• NEWS PORTAL

  • মঙ্গলবার, ২০ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ঘন কুয়াশায় রংপুরে দুর্ঘটনার কবলে ৭ গাড়ি, আহত ২০

প্রকাশিত: ১৩:৫৬, ১ ফেব্রুয়ারি ২০২৫

ফন্ট সাইজ
ঘন কুয়াশায় রংপুরে দুর্ঘটনার কবলে ৭ গাড়ি, আহত ২০

ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রংপুরের মিঠাপুকুরে একসাথে ৭ টি গাড়ি দুর্ঘটনার কবলে পড়েছে। এ ঘটনায়  আহত হয়েছে ২০ জন। শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল সাড়ে সাতটার দিকে রংপুর-ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে এ ঘটনা ঘটে।

দুর্ঘটনার বিষয়ে হাইওয়ে পুলিশ জানান, শনিবার সকাল সাড়ে ৭টার দিকে প্রচন্ড কুয়াশার কারণে রংপুর ঢাকা মহাসড়কের মিঠাপুকুরের রশিদপুরে একটি মাছ ভর্তি পিক আপ ধীর গতিতে চলছিলো। হঠাৎ করে তার পেছনে থাকা একটি যাত্রীবাহী বাস ধাক্কা দেয়। এরপর পেছনে থাকা আরও ৪টি বাস এবং ১টি কারভার ভ্যান পরপর ধাক্কা লাগে। এতে অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিস উদ্ধার চালাচ্ছে। 

বড়দরগা হারিয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনিরুজ্জামান গণমাধ্যমকে জানান, এ ঘটনাটি মূলত ঘন কুয়াশার কারণেই ঘটেছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2