বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে মারপিটে নিহত ১

ফাইল ছবি
নাটোরের বড়াইগ্রামে বিয়ে বাড়িতে উচ্চ শব্দে গান-বাজনাকে কেন্দ্র করে প্রতিবেশীর মারপিটে একজন নিহত হয়েছেন।
শনিবার (২২ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে উপজেলার মানিকপুর পশ্চিমপাড়া গ্রামে এই ঘটনা হয়।
পুলিশ জানায়, মানিকপুর পশ্চিমপাড় গ্রামের কামাল বেপারীর ভাতিজা সুমন বেপারীর বিয়ের আয়োজন চলছিলো। এসময় বাড়িতে সাউন্ড বক্স দিয়ে উচ্চ শব্দে গান চলায় ক্ষিপ্ত হয়ে প্রতিবেশীরা। পরে তারা বিয়ে বাড়ীতে গিয়ে অতর্কিত হামলা চালায় ও মারপিট করে। এতে নিহত হন কামাল বেপারী। আহত কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিভি/এআই
মন্তব্য করুন: