সাতক্ষীরায় ৩৪ যাত্রী নিয়ে বাস খাদে, সাংবাদিকসহ আহত বেশ কয়েকজন

সাতক্ষীরার তালা উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় ৩৪ জন যাত্রী নিয়ে একটি বাস খাদে পড়ে আহত হয়েছেন বেশ কয়েকজন সাংবাদিক।
বাসটির যাত্রীদের মধ্যে ২৭ জন সাংবাদিক ও বিজিবির ৭ সদস্য ছিলেন। রবিবার (১৮ মে) বিকেলে সাতক্ষীরা-খুলনা মহাসড়কের মির্জাপুর বাজার সংলগ্ন মোড় এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে বাসটি।
সাংবাদিকদের বহনকারী বাসটি স্বরাষ্ট্র উপদেষ্টার একটি অনুষ্ঠানের সংবাদ সংগ্রহ শেষে ঢাকায় ফিরছিলেন। বাস উল্টে যাওয়ায় বাংলাভিশনের বিশেষ প্রতিনিধি এস এম ফয়েজসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। পরে অন্য একটি বাসে তাদের নিরাপদে ঢাকায় পৌঁছে দেয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: