• NEWS PORTAL

  • বুধবার, ০৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

বজ্রপাতে কিশোরগঞ্জ ও ঝিনাইদহে তিন স্কুল শিক্ষার্থীসহ নিহত ৬

প্রকাশিত: ১৭:৩৬, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
বজ্রপাতে কিশোরগঞ্জ ও ঝিনাইদহে তিন স্কুল শিক্ষার্থীসহ নিহত ৬

ছবি: সংগৃহীত

বজ্রপাতে কিশোরগঞ্জের আলাদা জায়গায় তিন স্কুল শিক্ষার্থীসহ চারজন ও ঝিনাইদহে দুইজনের মৃত্যু হয়েছে।

কিশোরগঞ্জের চরটেকী নামাপাড়ায় দুপুর (৬ মে) ১২টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ঝড়বৃষ্টির কবলে পড়ে তিন ছাত্রী। এসময় ঝড়ের সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হয় তারা। পরে তাদেরকে উদ্ধার করে দ্রুত পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে ইরিনা ও প্রিয়া মারা গেছে বলে জানান চিকিৎসক। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় বর্ষাও। তারা সবাই চরটেকী গার্লস স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

এদিকে, একই সময় মিঠামইনের চমকপুর বন্ধে গরু আনতে গিয়ে বজ্রপাতে মারা গেছেন কৃষক কডু মিয়া। অন্যদিকে, ঝিনাইদহে সদর উপজেলার মহারাজপুর ও গান্না ইউনিয়নে ক্ষেতে কাজ করার সময় বজ্রপাতে মারা গেছেন কৃষক ওলিয়ার রহমান ও মিরাজুল হোসেন। 

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2