জয়পুরহাটে তেল ফসল চাষাবাদের সফল চাষিদের পুরস্কার বিতরণ

জয়পুরহাটে ২০২৪-২৫ অর্থবছরে তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় কৃষকদের পুরস্কার বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৬ মে) দুপুরে শহরের জাকস রিসোর্স সেন্টার মিলনায়তনে জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে তেল জাতীয় ফসল উৎপাদনকারী জেলার সেরা কৃষকদের পুরস্কৃত করা হয়।
জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক রাহেলা পারভীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বগুড়া অঞ্চলের অতিরিক্ত অতিরিক্ত পরিচালক আব্দুল ওয়াদুদ, জয়পুরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মজিবুর রহমান, শহিদুল ইসলাম, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের মনিটরিং অফিসার আখেরুর রহমান, আক্কেলপুর উপজেলা কৃষি কর্মকর্তা ইমরান হোসেনসহ প্রমুখ।
অনুষ্ঠানে সরিষা উৎপাদনে সফল জেলার ৫ জন চাষির হাতে সনদপত্র ও সম্মানী তুলে দেওয়া হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: