• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল

প্রকাশিত: ১৭:৫০, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
আড়াই ঘণ্টা পর স্বাভাবিক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল

ছবি: সংগৃহীত

পুলিশ ও সেনাবাহিনীর সহায়তায় প্রায় আড়াই ঘণ্টা পর স্বাভাবিক হয় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে যানচলাচল। 

পুলিশ জানায়, গাজীপুরের গাছা হারিকেন বাসস্ট্যান্ড এলাকায় সকালে সড়ক দুর্ঘটনায় ইন্টারলুপ বিডি লিমিটেডের এক নারী শ্রমিক নিহত হয়। এই খবর ছড়িয়ে পড়লে তার সহকর্মীরা মঙ্গলবার (৬ মে) সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে অবস্থান নেয়। এতে মহাসড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে খবর পেয়ে পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাজ করে।

এদিকে, মহাসড়কের উভয় পাশে যান চলাচল বন্ধ থাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিলো। ভোগান্তিতে পড়েছিলেন যাত্রী, চালক ও পথচারীরা।

বিভি/এআই

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2