• NEWS PORTAL

  • মঙ্গলবার, ০৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারীকে শাস্তি প্রদান

টাঙ্গাইল প্রতিনিধি

প্রকাশিত: ১৮:৫২, ৬ মে ২০২৫

আপডেট: ১৮:৫৯, ৬ মে ২০২৫

ফন্ট সাইজ
মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ কারবারীকে শাস্তি প্রদান

টাঙ্গাইলের ভূঞাপুরে মাদক সেবন ও বিক্রির দায়ে তিন মাদক কারবারিকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৬ মে) সকালে গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে উপজেলার ফলদার মাইজবাড়ী এলাকা তিন মাদক কারবারিকে আটক করে।

পরে দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাদেরকে কারাদণ্ড প্রদান করেন। এরা হলো- উপজেলা পৌর শহরের বাহাদীপুর গ্রামের অহেদ আলীর ছেলে লিটন (৩২), ফলদা ইউনিয়নের মাইজবাড়ী গ্রামের ময়নাল শেখের ছেলে শাহরিয়ার মাহবুব (৩২) ও একই এলাকার খলিল শেখের ছেলে শহিদ (৭৫)।

পুলিশ ও স্থানীয়রা জানায়, তারা দীর্ঘদিন মাদক বিক্রি ও সেবন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনী মাইজবাড়ী এলাকায় অভিযান চালায়। এসময় মাদক কেনা-বেচার সময় তাদেরকে হাতেনাতে আটক করা হয়। এরপর তিন মাদক কারবারিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. তারিকুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদেরকে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করেন।

এ বিষয়ে ভূঞাপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম রেজাউল করিম জানান, যৌথ বাহিনীর অভিযান ওই তিন মাদক কারবারীকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে টাঙ্গাইল জেলা হাজতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

Drama Branding Details R2
Drama Branding Details R2