• NEWS PORTAL

  • শুক্রবার, ১৬ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ১২ ঘণ্টার ধর্মঘট

প্রকাশিত: ১২:২৮, ১৫ মে ২০২৫

আপডেট: ১২:৩০, ১৫ মে ২০২৫

ফন্ট সাইজ
চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ১২ ঘণ্টার ধর্মঘট

চট্টগ্রামে প্রাইম মুভার ও ট্রেইলারচালক-শ্রমিকদের ডাকে ১২ ঘণ্টার ধর্মঘট চলছে। চট্টগ্রাম বন্দরে কনটেইনার আনা-নেওয়া বন্ধ হয়ে গেছে। প্রাইম মুভার শ্রমিকরা জানিয়েছেন, পুলিশের মারধরের প্রতিবাদে বৃহস্পতিবার (১৫ মে) সকাল ৬টা থেকে তারা ধর্মঘট পালন করছেন। 

চট্টগ্রাম জেলা প্রাইম মুভার ট্রেইলার, কংক্রিট মিক্সার, ফ্ল্যাটবেড, ডাম্প ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাহী সভাপতি হুমায়ুন কবির  জানান, গত মঙ্গলবার তাদের সংগঠনের  সভাপতি সেলিম খান ও দুই শ্রমিককে পাহাড়তলী থানায় নিয়ে মারধর করা হয়। এ ঘটনায় জড়িত পুলিশের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে এ ধর্মঘট চলছে। তবে বন্দরের অভ্যন্তরে জাহাজে কনটেইনার ওঠানামা অব্যাহত আছে।
 

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2