• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইনের আশংকা, সতর্ক বিজিবি

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭:৫৬, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত দিয়ে পুশ ইনের আশংকা, সতর্ক বিজিবি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর সীমান্ত দিয়ে ৭৫০ জন ভারতীয় নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করা হতে পারে এমন আশংকায় সতর্ক রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।  বৃহস্পতিবার (১৫ মে) দিবাগত মধ্যরাত থেকে  সীমান্তে টহল জোরদার করেছে বিজিবি। এছাড়া স্থানীয় বাসিন্দারাও বিজিবির সঙ্গে পাহারা দিচ্ছেন সীমান্ত এলাকা।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের নলঘরিয়া ও নোয়াবাদী সীমান্ত দিয়ে ৭৫০ জনকে অবৈধভাবে বাংলাদেশে পুশইন করবে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)- গতকাল মধ্যরাতে এমন তথ্য আসে বিজিবির কাছে। বিএসএফ সদস্যরা পুশইনের জন্য আগরতলা সীমান্তে ভারতীয় ওইসব নাগরিকদের এনে জড়ো করে। এ নিয়ে সীমান্তে উত্তেজনা দেখা দেয়। পুশইনের বিষয়টি নিয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করে বিজিবি। এর প্রেক্ষিতে মাইকিং করে গ্রামবাসীরা লাঠিসোটা নিয়ে একত্রিত হন সীমান্তে। পাশাপাশি টহল জোরদার করে বিজিবি। 

বিজিবির ২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, সীমান্ত দিয়ে বিএসএফ অবৈধভেবে পুশইন করাতে পারে- এমন খবর জানতে পারে বিজিবি। এর প্রেক্ষিতে সীমান্তে টহল কার্যক্রম জোরদার করে বিজিবি। স্থানীয়দেরকেও সতর্ক করা হলে তারাও সীমান্ত এলাকায় অবস্থান নেয়। তবে বর্তমানে সীমান্ত পরিস্থিতি শান্ত রয়েছে। এছাড়া সীমান্ত দিয়ে যেন মাদকসহ ভারতীয় পণ্য চোরাচালান না হয়- সে বিষয়েও সচেষ্ট রয়েছেন বিজিবি সদস্যরা।

বিভি/এজেড

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2