• NEWS PORTAL

  • শনিবার, ১৭ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

গ্যাস ট্যাবলেট দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন, আটক ২

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭:০৯, ১৬ মে ২০২৫

আপডেট: ১৭:১০, ১৬ মে ২০২৫

ফন্ট সাইজ
গ্যাস ট্যাবলেট দিয়ে ৮ লাখ টাকার মাছ নিধন, আটক ২

সাতক্ষীরা সদর উপজেলার লাবসা ইউনিয়নের শিবনগর গ্রামের একটি মৎস্য ঘেরে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে প্রায় ৮ লাখ টাকার মাছ নিধনের অভিযোগ উঠেছে। এঘটনায় হাতেনাতে দুইজনকে আটক করে পুলিশে দিয়েছেন ঘেরমালিকরা।

ভুক্তভোগী মৎস্যঘের মালিক জাহাঙ্গীর জানান, তিনি ও তার অংশীদার চঞ্চল মিলে বিগত তিন বছর ধরে শিবনগর এলাকায় ২৮ বিঘা জমির একটি মৎস্যঘের পরিচালনা করে আসছেন। গতকাল (বৃহস্পতিবার) রাত ১১টার দিকে পূর্ব শত্রুতার জেরে লাবসা ইউনিয়নের শিবনগরের রবিউলের ছেলে রনির প্ররোচনায় একই গ্রামের ইব্রাহিম ও পলাশ তাদের ঘেরে প্রবেশ করে গ্যাস ট্যাবলেট ছিটিয়ে দেয়। এসময় তাদেরকে হাতেনাতে ধরে পুলিশে দেওয়া হয়। 

এদিকে, গ্যাস ট্যাবলেট দেওয়ার পর পরই ঘেরের মাছ পানির উপরে ভেসে উঠতে শুরু করে এবং মারা যেতে থাকে।

তিনি জানান, রুই, গ্রাসকার্প, ব্ল্যাক কার্প, ট্যাংরা, দেশি-বিদেশি বিভিন্ন প্রজাতির মাছের পাশাপাশি বিপুল পরিমাণ রেনুপোনা মারা গেছে।

তিনি আরও জানান, রনি ও ইব্রাহিমকে আটক করে পুলিশে দিলেও অভিযুক্ত পলাশ পালিয়ে যেতে সক্ষম হয়। স্থানীয় এলাকাবাসী এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানিয়েছেন।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক জানান, ঘের মালিকদের দেওয়া অভিযোগের ভিত্তিতে এ ঘটনার সত্যতা পাওয়া গিয়েছে এবং আসামিদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পলাতক আসামিকে ধরতে পুলিশের অভিযান চলছে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2