৮ মাস পর ভাঙা হচ্ছে শেখ মুজিবের ভাস্কর্য

দীর্ঘ ৮ মাস পর রাঙ্গামাটিতে নির্মিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙা হচ্ছে। শুক্রবার (১৬ মে) বিকাল থেকে রাঙ্গামাটি জেলা শহরের সার্ভার স্টেশন এলাকায় অবস্থান নেয় ‘রাঙ্গামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা’। সন্ধ্যার পর থেকে অবস্থিত শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যটি ভাঙতে শুরু করে ‘রাঙামাটির ফ্যাসিবাদ বিরোধী ছাত্র-জনতা’।
এর আগে, বিকেল ৩টায় ভেদভেদী বাজার থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু করে সার্ভার স্টেশনের সামনে ‘ফ্যাসিবাদবিরোধী ছাত্র-জনতার’ ব্যানারে অবস্থান নেয় বিক্ষুব্ধরা। পরে সন্ধ্যা থেকে ভাস্কর্য ভাঙতে শুরু করে। লোহার বড় হাতুড়ি দিয়ে ভাঙলেই পরে যুক্ত করা হয়েছে ড্রিল মেশিন। সন্ধ্যা ৭ টার পর এই রিপোর্ট লেখা পর্যন্ত ভাঙন চলছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: