• NEWS PORTAL

  • রবিবার, ১৮ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত একাধিক জেলায়, নিহত ১

প্রকাশিত: ০৮:৪৬, ১৮ মে ২০২৫

ফন্ট সাইজ
কালবৈশাখীর তাণ্ডবে ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত একাধিক জেলায়, নিহত ১

ছবি: সংগৃহীত

শনিবার (১৭ মে) দিবাগত রাতে দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ঘরবাড়ি, মারা গেছেন একজন।

এদিন রাতে মেহেরপুরে ভারি বৃষ্টির সাথে বয়ে গেছে ঝড়ো হাওয়া। এতে জেলা সদরের বিভিন্ন স্থানে ক্ষতিগ্রস্ত হয়েছে বেশ কিছু বাড়িঘর। উপড়ে পড়েছে গাছপালা-বিদ্যুতের খুঁটি। ঘরের চাল ভেঙে আহত হয়েছেন বেশ কয়েকজন।

গাইবান্ধায়ও তাণ্ডব চালিয়েছে কালবৈশাখী ঝড়। বাতাসের তীব্রতায় চা দোকানের ওপর গাছ ভেঙে পড়ার ঘটনাও ঘটেছে। এতে এক নারী নিহত হয়েছেন।

জামালপুরেও ঝড়ে ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন সড়কের ওপর উপড়ে পড়েছে গাছপালা। এতে ব্যাহত হয়েছে যোগাযোগ। এছাড়া বেশকিছু ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে।

ফরিদপুরে বজ্রপাতে আগুন লেগে একটি তুলার গুদাম পুড়ে গেছে। সদর উপজেলার কানাইপুর বাজারে ঘটে এ ঘটনা।

স্থানীয়রা জানায়, বাজারের আমির হোসেনের তুলার গুদামের পাশে খেজুর গাছের ওপর বজ্রপাত হলে আগুন ধরে যায়। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে গুদামে। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

বিভি/এআই

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2