• NEWS PORTAL

  • সোমবার, ১৯ মে ২০২৫

Inhouse Drama Promotion
Inhouse Drama Promotion

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

প্রকাশিত: ১২:৩৪, ১৯ মে ২০২৫

আপডেট: ১২:৩৭, ১৯ মে ২০২৫

ফন্ট সাইজ
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুরে সীমান্ত এলাকায় ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে বাংলাদেশি এক যুবক আহত হয়েছে। 

সোমবার (১৯ মে) ভোর রাতে জেলার রাজাপাড়া সীমান্ত এলাকায় এই ঘটনা ঘটে। 

গুলিবিদ্ধ যুবকের মো. শামসুল হক (২৫)। তিনি বিশ্বম্ভরপুর উপজেলার চিনাকান্দি ইউনিয়নের সীমান্তবর্তী রাজাপাড়া গ্রামের আব্দুল সাত্তারের ছেলে।

সুনামগঞ্জ বিজিবির তথ্য মতে, বিশ্বম্ভরপুরের রাজাপাড়া সীমান্ত পিলার ১২১১ নম্বর দিয়ে ভারতের অভ্যন্তরে চোরাইপণ্য আনতে যান চার থেকে পাঁচজন চোরাকারবারি। এ সময় চিনাকান্দি বিজিবি ক্যাম্পের বিপরীতে ১৯৩ বিএসএফ ব্যাটালিয়নের রাজাপাড়া বিএসএফ ক্যাম্প থেকে তাদের লক্ষ্য করে গুলি করলে শামসুল হক নামে এক চোরাকারবারি গুলিবিদ্ধ হন। পরে তার সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে সুনামগঞ্জ ২৫০ শয্যা সদর হাসপাতালে নিয়ে আসেন।

সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবির অধিনায়ক একেএম জাকারিয়া কাদির বলেন, বিএসএফ’র গুলিতে আহত যুবক চোরাচালানের সঙ্গে জড়িত। তারা বিজিবি’র চোখ ফাঁকি দিয়ে ভারত থেকে অবৈধপণ্য আনতে গিয়েছিল। তবে এরইমধ্যে তাদের বিরুদ্ধে আইনিব্যবস্থা গ্রহণ করার প্রক্রিয়া চলছে।

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2