হত্যা মামলায় রামগড় পৌরসভার সাবেক মেয়র আ.লীগ নেতা রিপন আটক

খাগড়াছড়ির রামগড় পৌরসভার সাবেক মেয়র ও সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী শাহজাহান রিপনকে আটক করেছে পুলিশ। শনিবার (২৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রামগড়ের সোনাইপুল এলাকা থেকে তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রগুলো জানায়, সন্ধ্যায় পুলিশ কাজী শাহজাহান রিপনের বাসা ঘেরাও করলে সে পিছনের দরজা দিয়ে পালিয়ে যায়। এক পর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে তাকে আটক করে।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মঈন উদ্দিন কাজী শাহজাহান রিপনকে আটকের কথা স্বীকার করে বলেন, সে একটি মামলায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামি। এছাড়াও, তার নামে ছাত্রদল নেতা শাহ আলম হত্যাসহ একাধিক মামলা রয়েছে।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: