• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

‘অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই’

কুষ্টিয়া প্রতিনিধি

প্রকাশিত: ২১:৫৭, ২৬ জুলাই ২০২৫

আপডেট: ২১:৫৯, ২৬ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
‘অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলার বিকল্প নেই’

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন বলেছেন, মাদক আগ্রাসন মোবাইল আসক্তি ও অবক্ষয় থেকে যুব সমাজকে রক্ষায় খেলাধুলা এবং সাংস্কৃতিক কার্যক্রম চর্চার কোন বিকল্প নেই। 

শনিবার (২৬ জুলাই) কুষ্টিয়ার মিরপুর উপজেলার শাকদহচর মাদ্রাসা ও ঈদগাহ মাঠে বিএনপি নেতা বকুল আলীর সভাপতিত্বে হাসান স্মৃতি ফাউন্ডেশনের আয়োজনে এই চূড়ান্ত খেলার উদ্বোধন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ফরিদা ইয়াসমিন। এ সময় বক্তৃতায় তিনি উক্ত মন্তব্য করেন।

খেলা শেষে চ্যাম্পিয়ান দল ও রানার্সআপ দলের দলনেতার হাতে বিজয়ী ট্রফি তুলে দেওয়ার সময় তিনি বলেন, আজকের যুব সমাজ আগামী দিনের দেশ গড়ার কারিগড়। তাদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে লেখাপড়ার পাশাপাশি এ ধরনের আয়োজন সর্বত্র ছড়িয়ে দিতে হবে।

এসময় আশপাশের শত শত এলকাবাসী এই মনোমুগ্ধকর ফুটবল খেলা উপভোগ করে। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2