• NEWS PORTAL

  • রবিবার, ২৭ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

মাগুরায় কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, যুবক আটক

মাগুরা প্রতিনিধি

প্রকাশিত: ১৬:১২, ২৭ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
মাগুরায় কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার, যুবক আটক

মাগুরা শহরের ছায়াবীথি সড়কের ঋষিপাড়ায় ভজন গুহ (৫৫) নামে এক কলা ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহটি উদ্ধার করে। এ ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন এক জনকে আটক করেছে পুলিশ। 

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মো. মিরাজুল ইসলাম জানান, রাত ১১টার দিকে ছায়াবীথি সড়কে ঋষিপাড়ায় সড়কের পাশে একজনের গলাকাটা মরদেহ পড়ে আছে এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে পুলিশ। পরে জানা যায়, নিহত ব্যক্তি ভজন গুহ, পেশায় একজন কলা বিক্রেতা। তিনি ঋষিপাড়ায় একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

তিনি আরও জানান, এ ঘটনায় একই এলাকার আবির নামে সন্দেহভাজন এক যুবককে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তার বাড়ি তল্লাশি চালিয়ে রক্তমাখা একটি ছুরি উদ্ধার করেছে পুলিশ। মরদেহ ময়নাতদন্তের জন্য মাগুরা ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ। তদন্ত শেষে প্রকৃত কারণ জানা যাবে বলেও জানান তিনি। 

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2