• NEWS PORTAL

  • সোমবার, ২৮ জুলাই ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

খাগড়াছড়িতে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত 

খাগড়াছড়ি প্রতিনিধি

প্রকাশিত: ০০:৪৫, ২৮ জুলাই ২০২৫

ফন্ট সাইজ
খাগড়াছড়িতে গুলিতে গণতান্ত্রিক যুব ফোরামের কর্মী নিহত 

খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফের অঙ্গ সংগঠন গণতান্ত্রিক যুব ফোরামের সদস্য খুকু চাকমাকে গুলি করে হত্যা করেছে দুবৃত্তরা। এই ঘটনার সন্তু লারমা নেতৃত্বাধীন জনসংহতিকে দায়ী করেছে গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় সভাপতি জিকো ত্রিপুরা। 

রবিবার (২৭ জুলাই) রাতে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য দিয়েছে ইউপিডিএফ প্রসীত সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের কেন্দ্রীয় দফতর সম্পাদক শ্যামল চাকমা। 

গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, 'রবিবার বিকেল ৩টার দিকে গণতান্ত্রিক যুব ফোরামের খাগড়াছড়ি জেলা শাখার সদস্য খুকু চাকমা পানছড়ি উপজেলার ২নং চেঙ্গী ইউনিয়নের উগুদোছড়ি গ্রামে বন্ধুর সাথে দেখা করতে গেলে পিকলু চাকমার নেতৃত্বে জেএসএস সন্তু গ্রুপের ২০ জনের একটি সশস্ত্র দল তার ওপর গুলি বর্ষণ করে। এতে পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি গুরুতর আহত হন। পরে সন্ত্রাসীরা তাকে জীবিত অবস্থায় উদ্ধার করে একেবারে বন্দুক ঠেকিয়ে গুলি করে হত্যা করে চলে যায়।'

নিহত খুকু চাকমা খাগড়াছড়ির কমলছড়ি ইউনিয়নের বেতছড়ি খ্রিস্টান পাড়া মৃত ভাধ্যধন চাকমা ছেলে। এদিকে রবিবার সকাল থেকে খাগড়াছড়ির পানছড়িতে পাহাড়ের আঞ্চলিক দল ইউপিডিএফ ও জেএসএসের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। 

রবিবার (২৭ জুলাই) দুপুরে পানছড়ির দুর্গম করল্যাছড়ি নামক এলাকায় এই ঘটনা ঘটে। সকলা ৯টায় গোলাগুলি শুরু হয়ে সন্ধ্যা ৬টায় বন্ধ হয়।

মূলত এলাকায় আধিপত্যবিস্তারকে কেন্দ্র করে প্রসীত খীসার ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) ও সন্তু লারমার পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির মধ্যে এই গোলাগুলির ঘটনা ঘটে। 

পানছড়ি থানার ওসি জসিম উদ্দিন জানান, গোলাগুলির খবর শুনেছি। তবে কাদের মধ্যে গোলাগুলি তা নিশ্চিত নই।
 

বিভি/টিটি

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2