স্রোতে ভাঙলো মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটের ২ জেটি, যাত্রী ওঠানামায় দুর্ভোগ

পদ্মার প্রবল স্রোতে নদীতে ভেঙে পড়েছে মানিকগঞ্জের পাটুরিয়ার লঞ্চঘাটের দুইটি জেটি। এতে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ হয়ে যায়। দুর্ভোগে পড়েন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলায় যাতায়াতকারী লঞ্চ যাত্রীরা।
ঘাট কর্তৃপক্ষ বলছেন, বিকল্প হিসেবে আপাতত পাটুরিয়ার দুই নম্বর ফেরিঘাটে লঞ্চঘাটটি স্থানান্তরের ব্যবস্থা করা হচ্ছে।
বিআইডব্লিউটিএ সূত্রে জানা গেছে, পদ্মায় প্রবল স্রোতে কয়েকদিন ধরে লঞ্চঘাট এলাকায় লঞ্চ চলাচল বিঘ্নিত হচ্ছিল। হঠাৎ মঙ্গলবার বিকেল ৩টার দিকে তীব্র স্রোত আঘাত হানে লঞ্চঘাটে। এতে জেটির খুঁটির নিচের মাটি সরে গিয়ে একটি জেটি নদীতে ভেঙে পড়ে। অপর জেটিও ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়েছে। দুর্ঘটনা এড়াতে ঘাটে ভিড়ানো লঞ্চগুলোকে দ্রুত ফেরিঘাটে দিকে সরিয়ে নেওয়া হয়। তারও দুই ঘণ্টা পর বিকাল ৫টার দিকে অপর জেটিও সম্পূর্ণভাবে ভেঙে নদীতে পড়ে যায়। এতে লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে দুর্ভোগে পড়েন পারাপার হতে আসা যাত্রীরা।
ঘটনার পর শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন লঞ্চঘাট এলাকা পরিদর্শন করে বলেন, ঘাট এলাকা রক্ষায় দ্রুত জিও ব্যাগ ফেলা হবে। এছাড়া যাত্রীদের দুর্ভোগ লাঘবে বিকল্প ব্যবস্থা হিসেবে লঞ্চঘাটকে ২ নম্বর ফেরিঘাটে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বিভি এ/আই
মন্তব্য করুন: