• NEWS PORTAL

  • শনিবার, ০৯ আগস্ট ২০২৫

Drama: Jamai Bou Chor
Drama: Jamai Bou Chor

হত্যা মামলায় জলদস্যু পলাশ গাজীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

মুন্সীগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪:৪১, ৯ আগস্ট ২০২৫

ফন্ট সাইজ
হত্যা মামলায় জলদস্যু পলাশ গাজীকে অস্ত্র ও গুলিসহ গ্রেফতার

মুন্সীগঞ্জের গজারিয়ার মেঘনার জলদস্যু ‘শুটার মান্নান’ হত্যা মামলার অন্যতম পলাতক আসামি আজিজুর রহমান পলাশ গাজী (৩৯)-কে পুলিশ গ্রেফতার করেছে। এ সময় তার কাছ থেকে ১টি পিস্তল, ৫ রাউন্ড গুলি ও ১টি রামদাসহ ৩টি ছেনি দা উদ্ধার করা হয়।

শনিবার (৯ আগস্ট) সকালে গজারিয়া উপজেলার ষোলআনী এলাকা থেকে জলদস্যু পলাশ গাজীকে পুলিশ গ্রেফতার করে। গ্রেফতারকৃত পলাশ গাজীর বিরুদ্ধে ৫ টি মাদকের মামলা রয়েছে।

গজারিয়া থানার অফিসার ইনচার্জ আনোয়ার আলম আজাদ জানান, তার নেতৃত্বে নৌপুলিশের একটি দল ষোলআনী গ্ৰামের মেঘনার শীর্ষ জলদস্যু লালু-জুয়েল গংকে গ্রেফতারে অভিযান চালায়। এ সময় লালু-জুয়েলসহ অন্যান্যরা পালিয়ে গেলেও তাদের দলের সদস্য ষোলআনী গ্রামের শাহ আলমের ছেলে জলদস্যু পলাশ গাজীকে আটক করে তার কাছ থেকে ১টি পিস্তল, পিস্তলের ৫ রাউন্ড গুলি, ১ টি রামদাসহ ৩ টি ছেনি উদ্ধার করা হয়।

তিনি আরও জানান, গত ২৮ জুলাই সকাল ৯ টার দিকে বালুমহালের আধিপত্য ও চাঁদাবাজিকে কেন্দ্র করে গজারিয়ার ইমামপুর ইউনিয়নের বড় কালীপুরা গ্রাম সংলগ্ন মেঘনা নদীতে লালু-জুয়েল গ্রুপের গুলিতে জলদস্যু শুটার মান্নান নিহত হয়। এ হত্যা মামলায় নিহত শুটার মান্নানের স্ত্রী সুমি আক্তার ১৬ জনকে এজাহারনামীয় আসামি করে গজারিয়া থানায় হত্যা মামলা করেন।

বিভি/পিএইচ

মন্তব্য করুন:

সর্বাধিক পঠিত
Drama Branding Details R2
Drama Branding Details R2