ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে বিএনপির বিজয় র্যালি

ছাত্র-জনতার ঐতিহাসিক গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে দেশের বিভিন্ন জায়গায় সমাবেশ ও বিজয় র্যালি হয়েছে। সিলেটে, বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, বাংলাদেশকে সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত করার লক্ষে সবাইকে এক্যবদ্ধ থাকতে হবে। আর এর একমাত্র উপায় অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন।
বৈরী আবহাওয়া উপেক্ষা সিলেটে রেজিস্টারি মাঠে জড়ো হতে থাকে বিএনপির নেতাকর্মীরা। সেখান থেকে বিজয় মিছিলটি নগরের বন্দর বাজার সড়ক প্রদক্ষিণ করে কালেক্টর জামে মসজিদ সামনে গিয়ে শেষ হয়।
এর আগে গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষ্যে সিলেট জেলা ও মহানগর বিএনপির বিজয় র্যালি পূর্ব সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান।
তিনি বলেন, স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে দীর্ঘদিনের ক্ষোভ পুঞ্জীভূত হয়েই বৈষম্য বিরোধী আন্দোলন শুরু হয়।
এদিকে, কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক জিকে গউছ বলেছেন, যড়যন্ত্রকারীরা এখন সক্রিয় রয়েছে। নির্বাচন বানচালের চেষ্টা করলেও
জনগণের কাছে তা দূলিস্যাৎ হবে। হবিগঞ্জে জেলা বিএনপির বিজয় মিছিলের পূর্বে তিনি একথা বলেন।
উপস্থিত ছিলেন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মিজানুর রহমান চৌধুরীসহ অন্যরা।
বর্ষপূর্তি উপলক্ষে বিএনপির বিজয় র্যালি হয়েছে গোপালগঞ্জে । দুপুরে লঞ্চঘাট এলাকার গোলচত্ত্বর থেকে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। উপস্থিত ছিলেন, জেলা বিএনপির আহবায়ক শরীফ রফিকুজ্জামান।
ফ্যাসিষ্ট হাসিনা ও ৭১-এর পরাজিত শক্তির উত্থান ঠেকাতে নেতাকর্মীদের নির্বাচনী মাঠে নেমে পড়ার আহবান জানিয়েছেন, কেন্দ্রীয় বিএনপির সহ-কর্ম সংস্থান বিষয়ক সম্পাদক ওয়াদুদ ভূইয়া।
দুপুরে খাগড়াছড়ির পৌর শাপলা চত্বরে জুলাই গনঅভ্যুত্থান দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে তিনি এ আহ্বান জানান।
জেলা বিএনপির আয়োজনে বিজয় মিছিল হয়েছে সুনামগঞ্জে। এতে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক কলিম উদ্দিন মিলন ও কার্যনির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী।
বর্ষপূর্তি উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা হয়েছে সাতক্ষীরার তালায়। র্যালিটি উপজেলা সদরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে আলোচনা সভায় মিলিত হয়। প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক
হাবিবুল ইসলাম হাবিব।
দিনটি উপলক্ষে ঝিনাইদহে উজির আলী স্কুলের সামনে থেকে একটি র্যালি বের করে বিএনপির নেতাকর্মীরা। শহরের বিভিন্ন সড়ক ঘুরে র্যালিটি শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়।
বিভি/এআই
মন্তব্য করুন: