শ্রীপুরে চায়ের দোকানে যুবক খুনের ঘটনায় আটক ২

গাজীপুরের শ্রীপুরে যুবক হত্যার ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত তিনটার (৯ আগস্ট) দিকে মাওনা চৌরাস্তায় এ ঘটনা ঘটেছে। নিহত জুয়েলের বাড়ি ময়মনসিংহের হালুয়াঘাট এলাকায়।
পুলিশ জানায়, শুক্রবার রাতে মাওনা উড়াল সেতুর নিচে অস্থায়ী চায়ের দোকানের পাশে ঘুমাতে যায় জুয়েল ও তার দুই বন্ধু রাকিব ও রবিন। সেখানে চটের বিছানায় ঘুমানো নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়।
এসময় রাকিবের কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলকে হত্যা করা হয়। পরে স্থানীয়দের সহায়তায় হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরিসহ রাকিব ও রবিনকে গ্রেফতার করে পুলিশ।
বিভি/পিএইচ
মন্তব্য করুন: